Motorola-র এই ফোনটি এখন মিলছে 8 হাজার টাকা বাজেটে, ক্যামেরা নিয়ে কোনো কথা হবেনা!

বসন্ত এখনও আসেনি, কিন্তু চারদিকের আমেজটা এখন অন্যরকমই। আসলে আর দুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, একইসাথে সরস্বতী পুজোও পড়েছে ওই দিনই। সব মিলিয়ে রোজনামচার বাইরে গিয়ে…

বসন্ত এখনও আসেনি, কিন্তু চারদিকের আমেজটা এখন অন্যরকমই। আসলে আর দুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, একইসাথে সরস্বতী পুজোও পড়েছে ওই দিনই। সব মিলিয়ে রোজনামচার বাইরে গিয়ে একটু উৎসব-খুশির মেজাজে আছেন প্রায় সকলেই, মনের কোণে একটু একটু উঁকি দিচ্ছে ভালোবাসার অনুভূতিও। এদিকে এই সময়টায় (মূলত Valentine’s Day উপলক্ষে) বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মই কোনো না কোনো সেল দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এখন খুব কম টাকা খরচ করে নিজের জন্য বা কোনো প্রিয়জনকে গিফ্ট হিসেবে দিতে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে চলতি Flipkart Mobile Bonanza Sale থেকে Motorola G14 বেছে নিতে পারেন। 50MP ক্যামেরা, 5000mAh ইত্যাদি ফিচারওয়ালা স্মার্টফোনটি বর্তমানে ৮ টাকার কাছাকাছি বাজেটে কেনার সুযোগ মিলছে।

লাগবে না ১০ হাজার টাকাও, Motorola G14 ফোন মিলছে বিরাট ছাড়ে

মোটোরোলার মোটো জি১৪ ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ছিল ১২,৯৯৯ টাকা, তবে এখন ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে এটি ৮,৪৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এতে কোনো এক্সচেঞ্জ অফার নেই।

Motorola G14-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি১৪ স্মার্টফোনটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১৬ প্রসেসর, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ২০ ওয়াট টার্বো-পাওয়ার চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

আবার, ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি (অ্যাপারচার এফ/১.৮) ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উল্লেখ্য, এই ফোনটি বাটার ক্রিম, পেল লিলাক, স্কাই ব্লু এবং স্টিল গ্রে – এই চারটি রঙে কেনা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন