গত সেলে Motorola-র সস্তা 5G স্মার্টফোন Motorola G45 5G কিনতে না পারলে দুঃখ করবেন না। আজ ফের ডিভাইসটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর 12টায় ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে। জানিয়ে রাখি Motorola G45 5G হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে Snapdragon 6এস জেন 3 প্রসেসর এবং সংস্থার দাবি এটি এই সেগমেন্টের দ্রুততম 5G ফোন।
Motorola G45 5G দ্বিতীয় সেলে কত দামে পাওয়া যাবে
মোটোরোলা জি45 5জি এর 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আজ 10,999 টাকার কেনা যাবে। তবে পেমেন্ট করার সময় ক্রেতা যদি অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে 1,000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন। যারপর মোটোরোলা জি45 5জি ফোন কেনা যাবে 10 হাজার টাকার কমে অর্থাৎ 9,999 টাকায়।
এটি তিনটি রঙে পাওয়া যাবে – ব্রিলিয়ান্ট ব্লু, ব্রিলিয়ান্ট গ্রিন এবং ভিভা ম্যাজেন্টা।
আরও পড়ুন: 108 মেগাপিক্সেল ক্যামেরার Redmi 13 5G ফোনের সাথে কুপন ডিসকাউন্ট, লঞ্চের পর প্রথম এত কমে
Motorola G45 5G স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা জি45 5জি স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আবার এর সামনে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.5-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর ও অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক সফ্টওয়্যার স্কিন।
আরও পড়ুন: DJ বক্সের মতো বাজবে, Boult ভারতে লঞ্চ করল Bassbox সিরিজের তিনটি সাউন্ডবার
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola G45 5G হ্যান্ডসেটে দেওয়া হয়েছে 5000 এমএএইচ ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।