বর্ষবরণের মধ্যেই Motorola-র আজব অফার, 10 হাজারের কমে পাবেন 108MP ক্যামেরার Smartphone

দেখতে দেখতে আবারও একটি নতুন ক্যালেন্ডারের সাথে পথ চলতে শুরু করেছেন তামাম বিশ্ববাসী – পুরনো বছরকে বিদায় জানিয়ে হাজির হয়েছে ২০২৪ সাল। এদিকে এই নতুন…

দেখতে দেখতে আবারও একটি নতুন ক্যালেন্ডারের সাথে পথ চলতে শুরু করেছেন তামাম বিশ্ববাসী – পুরনো বছরকে বিদায় জানিয়ে হাজির হয়েছে ২০২৪ সাল। এদিকে এই নতুন ইংরেজী বছরের মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই চারদিকে অফারের ছড়াছড়ি দেখা যাচ্ছে। যেমন, বর্তমানে 108MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি ইত্যাদি শক্তিশালী ফিচারে ঠাসা Motorola G60 স্মার্টফোন Flipkart-এর অফারে বিশাল ছাড়ে উপলব্ধ হয়েছে – ফ্ল্যাট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস ইত্যাদি মিলিয়ে এটি ১০ হাজার টাকার কমে কেনা যাবে। অতএব আপনি যদি এই মুহূর্তে কম দামে নতুন কোনো ফোন কিনতে চান, তাহলে এটি বেছে নিতে পারেন। চলুন, এখন ঝটপট দেখে নেওয়া যাক Motorola G60-তে Flipkart ঠিক কী অফার দিচ্ছে এবং এতে কেমন কী ফিচার পাবেন…

New Year Offer: বিপুল ছাড়ে মিলছে Motorola G60, দেখুন দাম

মোটোরোলা জি৬০ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২১,৯৯৯ টাকা, তবে এখন ফ্লিপকার্টে এটি ছাড়ে ১৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এর সাথে ১২,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। অর্থাৎ সব অফার মিলিয়ে আপনি ১০ হাজার টাকা বা তার চেয়েও অনেক কমে পাওয়া যাবে – তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জে ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরোনো ফোনের অবস্থা, ব্র্যান্ড, মডেল পিনকোড ইত্যাদি পলিসির উপর।

উল্লেখ্য, ফোনটি মুনলেস এবং ডায়নামিক গ্রে দুটি কালার স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে।

Motorola G60-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি৬০ ফোনে ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও বিশিষ্ট ৬.৮ ইঞ্চি ম্যাক্স ভিশন (রেজোলিউশন ১০৮০×২৪৬০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, যার সাথে মিলবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে।

এছাড়াও, ফটোগ্রাফির জন্য ফোনটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে; সাথে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে ৩.৫ মিমি হেডফোন জ্যাকও পাবেন – এদিকে এটি বিশেষ ওয়াটার রেপিলেন্ট ডিজাইনও বহন করবে।