Moto G75 5G বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসরের ফোন হিসেবে লঞ্চ হল, ৬ বছর ধরে আসবে আপডেট

Motorola তাদের নতুন স্মার্টফোন হিসেবে আজ Moto G75 5G লঞ্চ করল। আপাতত পশ্চিম ইউরোপে পা রাখা ডিভাইসটি হল স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর সহ আসা…

Ankita Mondal 1 Oct 2024 4:12 AM IST

Motorola তাদের নতুন স্মার্টফোন হিসেবে আজ Moto G75 5G লঞ্চ করল। আপাতত পশ্চিম ইউরোপে পা রাখা ডিভাইসটি হল স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর সহ আসা প্রথম ফোন। এর দাম রাখা হয়েছে প্রায় ৩৩,০০০ টাকা। Moto G75 5G স্মার্টফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে ওয়্যারলেস চার্জিং, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G75 5G প্রাইস বা দাম

মোটোরোলা মোটো জি৭৫ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ চেক কোরুনা, যা ভারতীয় মূল্যে প্রায় ৩৩,৩০০ টাকা। এটি চারকোল গ্রে, অ্যাকুয়া ব্লু ও ভেগান লেদার কালার অপশনে পাওয়া যাবে। মোটো জি৭৫ ৫জি শীঘ্রই ভারত সহ অন্যান্য অঞ্চলেও লঞ্চ হবে বলে আমাদের অনুমান।

Moto G75 5G স্পেসিফিকেশন এবং ফিচার

মোটো জি৭৫ ৫জি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এর সামনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি দেওয়া হয়েছে। কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ আসা এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। আর এর বডি যথেষ্ট মজবুত, কারণ স্মার্টফোনটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য Moto G75 5G হ্যান্ডসেটে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইইউএক্স কাস্টম সফটওয়্যারে চলবে। এতে ৫ বছর অ্যান্ড্রয়েড আপডেট ও ছয় বছর সিকিউরিটি আসবে বলে Motorola দাবি করেছে।

ক্যামেরার কথা বললে, Moto G75 5G স্মার্টফোনের পিছনে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ফ্লিকার সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আর পাওয়ার ব্যাকআপের জন্য Moto G75 5G ফোনে ৫,০০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে, আইপি৬৮ রেটিং, ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি সি পোর্ট।

Show Full Article
Next Story