সেল ছাড়াই Motorola-র 5G ফোন কেনা যাচ্ছে বিশাল ছাড়ে

কম দামে শক্তিশালী ফিচার আর তার সাথে স্টাইলিশ ডিজাইন – মূলত এই তিন কারণেই বাজারে হাজারো বিকল্প থাকা সত্ত্বেও Motorola-র...
Anwesha Nandi 19 Feb 2024 8:11 AM IST

কম দামে শক্তিশালী ফিচার আর তার সাথে স্টাইলিশ ডিজাইন – মূলত এই তিন কারণেই বাজারে হাজারো বিকল্প থাকা সত্ত্বেও Motorola-র স্মার্টফোনগুলি অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় থাকে। সেক্ষেত্রে আপনিও যদি এই ব্র্যান্ডের ফ্যান হন এবং এই মুহূর্তে কম দামে এদের একটি নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রয়েছে একটি দুর্দান্ত অফার। আসলে কোনো সেল না চললেও এখন Flipkart-এর বিশেষ অফারে Motorola G সিরিজের অন্যতম দুর্দান্ত ফোন Motorola G84 5G সস্তায় কেনার সুযোগ মিলছে। আপনি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার মতো ফিচারওয়ালা এই স্মার্টফোনটি ১৫ হাজার টাকা বাজেটে কিনে নিতে পারবেন। চলুন, এখন এই Motorola G84 5G ফোনে উপলব্ধ অফার এবং এর স্পেসিফিকেশনসমূহ এক নজরে দেখে নিই।

এখন ১৫ হাজার টাকা বা তার কমে পেতে পারেন Motorola G84 5G ফোন

মোটোরোলার মোটো জি৮৪ ৫জি ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ছিল ২২,৯৯৯ টাকা, তবে এখন ফ্লিপকার্টে এটি ১৭,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে পেমেন্টের জন্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ৫% থেকে ১০% ক্যাশব্যাক পাওয়া যাবে, যেমন ওয়ানকার্ড (OneCard) ব্যবহার করলে ৭৫০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন।

এছাড়া এতে ১৭,৪০০ টাকার এক্সচেঞ্জ অফারও উপলব্ধ (শর্তাবলি প্রযোজ্য) – মানে আপনি পুরোনো ফোন বদলে নিলে আরও কয়েক হাজার টাকা খরচ বাঁচাতে পারবেন। উল্লেখ্য, এই ফোনটি মিডনাইট ব্লু, মার্শম্যালো ব্লু এবং ভিভা ম্যাজেন্টা – এই তিনটি রঙে কেনা যাবে।

Motorola G84 5G-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি৮৪ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) পি-ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার, ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

Show Full Article
Next Story