রহস্যময় প্রসেসরকে সঙ্গী করে এন্ট্রি নিচ্ছে Motorola কোম্পানির নয়া মোবাইল ফোন

Motorola Edge 50 Fusion স্মার্টফোনটি আজই (১৬ মে) ভারতীয় বাজারে পা রেখেছে। তবে লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন...
Ananya Sarkar 16 May 2024 8:07 PM IST

Motorola Edge 50 Fusion স্মার্টফোনটি আজই (১৬ মে) ভারতীয় বাজারে পা রেখেছে। তবে লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ডটি শীঘ্রই তাদের জনপ্রিয় G সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যার নাম Motorola G85 5G। এই হ্যান্ডসেটটি গত সপ্তাহে ইউরোপের এক অনলাইন রিটেইল ওয়েবসাইটে দেখা গেছে। আর আর এখন, এটি কিছু হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এই আসন্ন ফোনটি গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া Moto G84 5G-এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। আসুন Motorola G85 5G মডেলের গিকবেঞ্চ লিস্টিং থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Moto G85 5G হাজির হল Geekbench ডেটাবেসে

মোটো জি৮৫ ৫জি ফোনটি গিকবেঞ্চ প্ল্যাটফর্মে ‘মালমো’ (malmo) কোডনেমের একটি মাদারবোর্ডের সাথে তালিকাভুক্ত হয়েছে। এই অক্টা-কোর প্রসেসরটি ২.০২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কোর এবং ২.৩০ গিগাহার্টজে রান করা দুটি কোরের সমন্বয়ে গঠিত। গ্রাফিক্সের জন্য চিপসেটটির সাথে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ যুক্ত রয়েছে বলে জানা গেছে। এই তথ্যগুলি দেখে এটিকে একটি অঘোষিত প্রসেসর বলেই মনে করা হচ্ছে। তবে সম্ভবত এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ৩ হিসেবে বাজারে আসবে। কারণ স্ন্যাপড্রাগন ৬৯৫ এবং স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেটে ভিন্ন ক্লক স্পিডের সাথে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ-কে পাওয়া যায়।

বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী, মোটো জি৮৫ ৫জি ফোনটিতে ৮ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। ফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৯৩৯ এবং ২,০৯২ পয়েন্ট স্কোর করেছে। বেঞ্চমার্কিং ডেটাবেসটি স্মার্টফোন সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।

এছাড়া ইউরোপীয় রিটেইলারের তালিকা অনুসারে, Moto G85 5G হ্যান্ডসেটটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে। এটির দাম হবে প্রায় ৩০০ ইউরো (প্রায় ২৭,২০০ টাকা), যা এর পূর্বসূরির সমান।

জানিয়ে রাখি, গত সেপ্টেম্বরে উন্মোচিত Moto G84 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির ফুলএইচডি+ পিওলেড (pOLED) ডিসপ্লে রয়েছে৷ ফটোগ্রাফির জন্য, Moto G84 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story