১৫ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ফোন Motorola G85 5G এখন আরও সস্তায় ফ্লিপকার্ট বোনানজা সেলে

Motorola G85 5G ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট এখন ১৪ শতাংশ ডিসকাউন্টে এটি বিক্রি করছে। এরপর আপনি স্মার্টফোনটি ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

Julai Mondal 16 Nov 2024 7:54 PM IST

আপনি যদি স্টাইলিশ ও দুর্দান্ত ডিজাইনের সাথে ফিচারে ঠাসা ফোন কিনতে চান তাহলে খুব বেশি টাকা ব্যয় করতে হবে না। আপনি ২০ হাজার টাকার কমেই এমন ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। আর চলমান Flipkart এর মোবাইল বোনানজা সেলে আরও সাশ্রয়ী মূল্যে ডিভাইসগুলি বিক্রি হচ্ছে। তবে আপনার বাজেট যদি ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা হয় তাহলে আমরা Motorola Moto G85 5G কিনতে বলবো। এটি এই সেগমেন্টে সেরা ফিচারের স্মার্টফোন। ফ্লিপকার্ট এখন এর উপর আকর্ষণীয় অফার দিচ্ছে।

Motorola G85 5G দাম, অফার ও প্রাপ্যতা

মোটো জি৮৫ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট এখন ১৪ শতাংশ ডিসকাউন্টে এটি বিক্রি করছে। এরপর আপনি স্মার্টফোনটি ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এর পাশাপাশি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের ফায়দাও তুলতে পারবেন।

ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটায় ১,০০০ টাকা ছাড় মিলবে। এই অফার মোটোরোলা জি৮৫ ৫জি স্মার্টফোনের উপরেও পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১২,১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার এর নো কস্ট ইএমআই শুরু হবে ৩,০০০ টাকা থেকে।

Motorola G85 5G স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লের কথা বললে এই ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৬০০ নিটস পর্যন্ত সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চলে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

এবার ক্যামেরা ফিচারের কথা বলি, এই স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরায় রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। এছাড়া আছে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এতে আছে ৫,০০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি।

Show Full Article
Next Story