চৈত্র সেলেরই মতো সস্তা! ফের ছাড়ে মিলছে Motorola-র এই 5G ফোন, 10000 টাকার কমে কেনা যাবে
Motorola G34 5G discount: বাজেট সেগমেন্ট একের পর এক শক্তিশালী 5G স্মার্টফোন লঞ্চ করে ভারতের স্মার্টফোন বাজারে অন্যান্য...Motorola G34 5G discount: বাজেট সেগমেন্ট একের পর এক শক্তিশালী 5G স্মার্টফোন লঞ্চ করে ভারতের স্মার্টফোন বাজারে অন্যান্য ব্র্যান্ডের মতোই সাড়া ফেলার চেষ্টা করছে Motorola। এমনকি এই চক্করে তারা নিজেদের সাশ্রয়ী ফোনে নানাবিধ অফার দিয়ে সেগুলিকে আরও সস্তা করে তুলছে। সেক্ষেত্রে আপনি যদি এখন কম দামে ভালো প্রসেসর, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি ইত্যাদি ফিচারবিশিষ্ট একটি ফোন কিনতে চান, তাহলে এমনই অফারে কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া Motorola G34 5G মডেলটি নিজের করে নিতে পারেন। Flipkart এই মুহূর্তে এটি 10 হাজার টাকার কম দামে কেনার সুযোগ দিচ্ছে। আসুন বিশদ জেনে নিই…
সবচেয়ে সস্তায় কেনা যাবে Motorola G34 5G, দেখুন দাম
মোটোরোলা জি34 5জি ফোনটি দুটি মেমরি কনফিগারেশনে উপলব্ধ – এর মধ্যে 4 জিবি ও 128 স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 11,999 টাকা, কিন্তু এখন ফ্লিপকার্ট এটি 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে 10,999 টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে আরও হাজার টাকার অতিরিক্ত ছাড় কাজে লাগানো যাবে।
এছাড়াও পুরনো ফোনের বদলে যদি এটি অর্ডার করার চেষ্টা করেন, তাহলে প্ল্যাটফর্মটি 10,999 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেবে। তবে মনে রাখতে হবে যে, এই বিনিময় মূল্যের পরিমাণ নির্ভর করবে যে ফোন এক্সচেঞ্জ করতে চান তার বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল, কোম্পানি পলিসি ইত্যাদি বিষয়ের ওপর।
Motorola G34 5G-এর স্পেসিফিকেশন
মোটো জি34 5জি স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন 1600×720 পিক্সেল) রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যার সাথে আছে 8 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র্যাম এবং 128 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে 5000mAh ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এছাড়াও, এই মোটোরোলা হ্যান্ডসেটে ভালো শব্দের জন্য ডলবি অ্যাটমস-টিউনড্ ডুয়েল স্টেরিও স্পিকার বর্তমান।
উল্লেখ্য, এই স্মার্টফোনটি আইস ব্লু, চারকোল ব্ল্যাক এবং ওশান গ্রিন (ভিগান লেদার ভ্যারিয়েন্ট) – তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।