প্রিমিয়াম স্মার্টফোন কেনার সেরা সুযোগ, 50 হাজারেরও বেশি ছাড়ে মিলছে Moto-র এই ফোল্ডেবল মডেল

এমন অনেক মানুষই আছেন যারা নতুন স্মার্টফোন কেনার সময় ডিজাইনের ওপর গুরুত্ব দেন। আর এক্ষেত্রে একটু শৌখিন ক্রেতাদের পছন্দের...
Anwesha Nandi 21 Aug 2023 7:49 PM IST

এমন অনেক মানুষই আছেন যারা নতুন স্মার্টফোন কেনার সময় ডিজাইনের ওপর গুরুত্ব দেন। আর এক্ষেত্রে একটু শৌখিন ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে ফোল্ডেবল মডেলগুলি, যদিও এই ধরণের বিশেষ ডিসপ্লে ডিজাইনবিশিষ্ট ফোনের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়। তবে আপনি যদি দীর্ঘদিন ধরে ভাঁজযুক্ত ডিজাইনের একটি ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সাশ্রয়ী অফারের সন্ধান। আসলে এই মুহূর্তে Amazon India, Motorola Razr 40 নামক দুর্দান্ত ফ্লিপ ফোনটির দামের ওপর ৪০% ছাড় দিচ্ছে। আবার ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার কাজে লাগানোর সুযোগ – ফলত আপনি ভাগ্যবান হলে ১০ হাজার টাকারও কমে এই Motorola ফোনটি হাতের মুঠোয় পেয়ে যাবেন।

Motorola Razr 40 স্মার্টফোনের দাম, অফার

মোটোরোলা রেজর্ ৪০-এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৯৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন ইন্ডিয়া এখন এটিকে ছাড়ে ৫৯,৯৯৯ টাকায় বিক্রি করছে। অর্থাৎ আপনি এর দামের ওপর পুরো ৪০,০০০ টাকা ছাড় পাবেন। আবার এক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে পেতে পারেন আলাদাভাবে ১০,০০০ টাকা ছাড়৷

তবে চমকের এখানেই শেষ নয়! আপনি যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করে মোটো রেজর্ ৪০ স্মার্টফোনটি কেনেন তাহলে আরও ৫২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ পাবেন – যদিও এই ছাড়ের পরিমাণ পুরোনো ফোনের মডেল, ব্র্যান্ড এবং বর্তমান অবস্থার উপর। তবে একবার ভাগ্যের জোরে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনি মাত্র ৭,৯৯৯ টাকা দিয়ে এই ফোন কিনতে পারবেন।

Motorola Razr 40-এর স্পেসিফিকেশন

মোটোরোলা রেজর্ ৪০ ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৯ ইঞ্চি ফুলএইচডি+ এলটিপিও ওলেড (LTPO OLED) বেন্ডেবল প্রাইমারি ডিসপ্লে এবং ১.৫ ইঞ্চি কভার বা সেকেন্ডারি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, যেখানে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প মিলবে। একইভাবে ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য ৪,২০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়া ফটোগ্রাফির ক্ষেত্রে এই মোটো ফোনে পাবেন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক্ষেত্রে ফোনটিতে ৫জি নেটওয়ার্ক ব্যবহারেও সুবিধা মিলবে।

Show Full Article
Next Story