Motorola Moto Razr 50 White Lover Edition

চোখ সরানো দায়, মোটোরোলা মোটো রেজর ৫০ ফোনের নতুন হোয়াইট লাভার এডিশন লঞ্চ হল, দাম কত

Motorola Moto Razr 50 White Lover Edition Launched - মোটোরোলা মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশনের বাইরে ৩.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে।

Ananya Sarkar 1 Nov 2024 11:46 AM IST

মোটোরোলা তাদের জনপ্রিয় মোটো রেজর ৫০ ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল। এর নাম রাখা হয়েছে 'হোয়াইট লাভার লিমিটেড এডিশন'। নতুন কালারে আরও আকর্ষণীয় দেখাচ্ছে মোটো রেজর ৫০ কে। তবে নতুন কালার ছাড়া ডিভাইসটির ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি। মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশন বেস মডেলের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৪,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটোরোলা মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশন দাম ও প্রাপ্যতা

মোটোরোলা মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশন এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৪২,৪০০ টাকার সমান। চীনের বাইরে এই লিমিটেড এডিশন লঞ্চ করা হবে কিনা তা এখনও মোটোরোলা নিশ্চিত করেনি।

উল্লেখ্য ভারতে মোটোরোলা মোটো রেজর ৫০ এর দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

মোটোরোলা মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশন স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশন ইউনিক ও পলিশড ফিনিশ ব্যাক প্যানেল সহ এসেছে। ওজন হালকা অথচ বডি মজবুত রাখার জন্য কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর দেওয়া হয়েছে, যা দুর্দান্ত মাল্টিটাস্কিং ও দ্রুত অ্যাপ ব্যবহার করতে দেবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা।

আবার মোটোরোলা মোটো রেজর ৫০ হোয়াইট লাভার লিমিটেড এডিশনের বাইরে ৩.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে। আর আনফোল্ড করলে ৬.৯-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ইনার ডিসপ্লে উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসে আইপিএক্স৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।

Show Full Article
Next Story