1 লাখ টাকা এমআরপির এই জবরদস্ত Motorola ফোন বিক্রি হচ্ছে অর্ধেক দামে, ব্যাঙ্ক অফারে 10 হাজার টাকা ছাড়

ফোল্ডেবল ফোনের ক্রেজ দ্রুত বাড়ছে মানুষের মধ্যে। বিভিন্ন ব্র্যান্ড সেই কারণে দুর্দান্ত ফিচারের ফোল্ডেবল ও ফ্লিপ ফোন বাজারে আনছে। Motorola তাদের মধ্যে অন্যতম। আর এই…

ফোল্ডেবল ফোনের ক্রেজ দ্রুত বাড়ছে মানুষের মধ্যে। বিভিন্ন ব্র্যান্ড সেই কারণে দুর্দান্ত ফিচারের ফোল্ডেবল ও ফ্লিপ ফোন বাজারে আনছে। Motorola তাদের মধ্যে অন্যতম। আর এই মুহূর্তে Amazon-এ চলছে Moto Days Sale। আর এই সেলে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Motorola Razr 40 ডিভাইসটি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সেলে এমআরপির থেকে খুব কম দামে কিনতে পারবেন মটোরোলার এই ফ্লিপ ফোনটি। Motorola Razr 40 এর এমআরপি ৯৯,৯৯৯ টাকা হলেও সেলে ৪০% ডিসকাউন্টে এটি ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

আবার ব্যাঙ্ক অফারের ফায়দা তুলতে পারলে ১০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। আবার এক্সচেঞ্জ অফারে আপনি এই ফোনের দাম ৩৪,৯০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ডিসকাউন্ট ডিভাইসের অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

Motorola Razr 40 এর স্পেসিফিকেশন ও ফিচার

Motorola Razr 40 ডিভাইসে আছে এলটিপিও ওএলইডি ডিসপ্লে। ৬.৯ ইঞ্চি সাইজের এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে। আবার এই ফোনে দেখা যাবে ১.৫ ইঞ্চি কভার ডিসপ্লে। এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১। ফটোগ্রাফির জন্য এই ফোনে পাবেন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়া এই ফ্লিপ ফোনে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত।

আর সেলফি তোলার জন্য মোটোরোলা রাজর ৪০ ডিভাইসে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪২০০ এমএএইচ। এই ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে আপনি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও পাবেন। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করে। ডলবি অ্যাটমস সাউন্ড সহ আসা এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে আছে ডুয়েল সিম কার্ড, ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।