9 সেপ্টেম্বর ভারতে আসছে Motorola-র সস্তা ফ্লিপ ফোন Razr 50, থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

‌Motorola সম্প্রতি Moto Razr 50 Ultra স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এবার সংস্থাটি ভারতে সাশ্রয়ী মূল্যের নতুন ফ্লিপ ফোন আনার প্রস্তুতি নিচ্ছে। আজ Motorola আসন্ন এই…

motorola razr 50 launch date in india confirmed on 9 september with ipx8 rating

‌Motorola সম্প্রতি Moto Razr 50 Ultra স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এবার সংস্থাটি ভারতে সাশ্রয়ী মূল্যের নতুন ফ্লিপ ফোন আনার প্রস্তুতি নিচ্ছে। আজ Motorola আসন্ন এই স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। সংস্থার টুইট করে জানা গেছে, আগামী 9 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Moto Razr 50 ফোন।

এই নয়া ফ্লিপ ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। জানিয়ে রাখি, Moto Razr 50 ইতিমধ্যেই চীনে লঞ্চ হওয়ার সুবাদে এর স্পেসিফিকেশন আমাদের জানা। অফিসিয়াল টুইটে দেখা গেছে যে পূর্ববর্তী মোটো রেজার 40 এর মতো নয়া মডেলেও বড় স্ক্রিন রয়েছে এবং ক্রেতারা এই স্ক্রিনটি না খুলেই বাইরের স্ক্রিন থেকে আরও বেশি কিছু করতে সক্ষম হবেন। এই ফোনের ডিজাইন দেখতে অনেকটা Motorola Razr 50 Ultra এর মতো।

Motorola Razr 50 এর চীনা ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

Motorola Razr 50 স্মার্টফোনের ভারতীয় সংস্করণে চীনা সংস্করণের মতোই ফিচার থাকবে। Moto এর এই ফোনে 3.6-ইঞ্চি পিওলেড সেকেন্ডারি ডিসপ্লে এবং 6.9-ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে আছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করে।

এই ডিভাইসে 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনের প্যানেলে ওআইএস সমর্থন সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা উপস্থিত। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300X প্রসেসর। আবার এই ফ্লিপ ফোনটি 30W ওয়্যার্ড চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,200 এমএএইচ ব্যাটারির সাথে আসে।