ডুয়াল ডিসপ্লের সঙ্গে অসাধারণ স্মার্টফোন আনছে Motorola, ভারতে লঞ্চ হবে শীঘ্রই

মোটোরোলা (Motorola) সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Moto Edge 50 Ultra ফোনটি। অন্যদিকে তারা Motorola Razr 50 Ultra ফোল্ডেবল ফোনটিও বাজারে আনতে চলেছে। আর এখন এদেশে…

মোটোরোলা (Motorola) সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Moto Edge 50 Ultra ফোনটি। অন্যদিকে তারা Motorola Razr 50 Ultra ফোল্ডেবল ফোনটিও বাজারে আনতে চলেছে। আর এখন এদেশে Moto Edge 50 Ultra হ্যান্ডসেটের সেলের তারিখের পাশপাশি Motorola Razr 50 Ultra ফোনটির লঞ্চের তারিখটিও সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

খুব শীঘ্রই Moto Edge 50 Ultra এবং Motorola Razr 50 Ultra ভারতীয় বাজারে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে

মোটোরোলা এজ ৫০ আল্ট্রা আগামী ২৪ জুন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই ফোনটিতে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, বড় ৬.৭ ইঞ্চির ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে, এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স সহ বহুমুখী ট্রিপল-ক্যামেরা সিস্টেম৷ ফ্লিপকার্ট (Flipkart) এবং মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিশদ তথ্য এবং প্রি-অর্ডার সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

এদিকে, মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোনটিকে নিয়েও জল্পনা শোনা যাচ্ছে। ভারতে এই ডিভাইসটির আগমনের ইঙ্গিত দেওয়া প্রচারমূলক উপকরণগুলিকে অ্যামাজনে দেখা গেছে, আনুষ্ঠানিক লঞ্চের আগেই। এই ফোল্ডেবল ফোনটি আগামী ২৫ জুন চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, একই দিনে ভারত সহ বিশ্ববাজারেও আসতে পারে।

প্রসঙ্গত, চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Moto Razr 50 Ultra কিছু আকর্ষনীয় স্পেসিফিকেশন অফার করবে বলে মনে করা হচ্ছে। এতে ৪ ইঞ্চির প্রশস্ত কভার ডিসপ্লে এবং বড় ৬.৯ ইঞ্চির ফোল্ডেবল ওলেড (OLED) ইনার ডিসপ্লে সহ ডুয়েল-ডিসপ্লে সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। ফোনটি একটি শক্তিশালী প্রসেসর, বিভিন্ন র‍্যাম ও স্টোরেজ বিকল্প এবং সক্ষম ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসেও দেখা গেছে।