নতুন রুপে হাজির Motorola Razr 50 Ultra ও Edge 50 Neo, পাওয়া যাবে বছরের সেরা Mocha Mousse কালারের সাথে
মোটোরোলা রেজার 50 আল্ট্রা ও মোটোরোলা এজ 50 নিও ডিভাইসের নতুন প্যান্টোন 17-1230 Mocha Mousse কালার অপশনের ব্যাক প্যানেলে টেক্সচার্ড ফিনিশ সহ ব্রাউন টোন দেখা যাবে।
Motorola Edge 50 Neo এর পাশাপাশি Motorola Razr 50 Ultra ফোনের নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল। সংস্থার তরফে জানানো হয়েছে, এই স্মার্টফোনগুলি এখন প্যান্টোন 2025 কালার অফ দা ইয়ার 'মোচা মুসে' (Mocha Mousse) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ক্ল্যামশেল ডিজাইনের মোটোরোলা রেজার 50 আল্ট্রা ফোনটি পিচ ফাজ, মিডনাইট ব্লু এবং স্প্রিং কালারে আগে লঞ্চ হয়েছিল। আর এজ নিও ভারতে ল্যাট, গ্রিসাইল, নটিক্যাল ব্লু এবং পইনসিয়ানা কালার অপশনে লঞ্চ হয়েছিল। এবার এই দুটি ফোনই মোচা মুসে কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।
Motorola Razr 50 Ultra, Edge 50 Neo Mocha Mousse কালার অপশন ও দাম
মোটোরোলা রেজার 50 আল্ট্রা ও মোটোরোলা এজ 50 নিও ডিভাইসের নতুন প্যান্টোন 17-1230 মোচা মুস কালার অপশনের ব্যাক প্যানেলে টেক্সচার্ড ফিনিশ সহ ব্রাউন টোন দেখা যাবে। নতুন কালার ভ্যারিয়েন্টের দাম এখনও ঘোষণা করা হয়নি, তবে কোম্পানি জানিয়েছে যে এটি শীঘ্রই বিশ্ব বাজারে পাওয়া যাবে। মনে করা হচ্ছে, ফোন দুটির দামে কোনো পরিবর্তন করা হবে না, কারণ কালার ছাড়া এদের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। আশা করা হচ্ছে যে মোটোরোলা রেজার 50 আল্ট্রা ও মোটোরোলা এজ 50 নিও এর নতুন মোচা মুসে কালার ভ্যারিয়েন্ট ভারতেও লঞ্চ হবে, কারণ প্যান্টোন কালার অফ দা ইয়ার মডেলগুলি গত বছরেও ভারতে এসেছিল।
Motorola Razr 50 Ultra এর ফিচার
এর প্রধান ডিসপ্লে 6.9 ইঞ্চি, যা 120Hz রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক সাপোর্ট করে। রেজার 50 জল ও ধুলো প্রতিরোধী আইপিএক্স8 রেটিং সহ এসেছে। এই ফোল্ডেবল ফোনে রয়েছে 4,200mAh ব্যাটারি। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড প্লাস ম্যাক্রো সেন্সর উপস্থিত এবং সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Motorola Edge 50 Neo এর ফিচার
জনপ্রিয় এই মোটোরোলা এজ 50 নিও ফোনে আছে 6.4 ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 7300 চিপসেট, 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 4,310mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ফিচার সাপোর্ট করে। এর সাথে পাওয়া যাবে 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
মোটোরোলা রেজার 50 আল্ট্রা ও মোটোরোলা এজ 50 নিও ডিভাইসের নতুন প্যান্টোন 17-1230 Mocha Mousse কালার অপশনের ব্যাক প্যানেলে টেক্সচার্ড ফিনিশ সহ ব্রাউন টোন দেখা যাবে।