জুনে বড় চমক, AI এডিটিং ফিচার্সের সঙ্গে লঞ্চ হতে চলেছে Motorola Razr 50 Ultra

Motorola Razr 50 Ultra ফোনটি সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের দিকে ইঙ্গিত...
Ananya Sarkar 14 May 2024 6:05 PM IST

Motorola Razr 50 Ultra ফোনটি সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের দিকে ইঙ্গিত করছে। আর এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন Motorola Razr 50 Ultra হ্যান্ডসেটটি আগামী মাসেই বাজারে আত্মপ্রকাশ করবে। এমনকি, এরসাথে প্রতিবেদনটি মোটোরোলার আসন্ন ক্ল্যামশেল ফোল্ডেবলটির প্রধান বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছে।

Motorola Razr 50 Ultra: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার ওরফে অনলিক্সের সাথে জুটি বেঁধে স্মার্টপ্রিক্স তাদের একটি নতুন রিপোর্টে মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোল্ডেবল ফোনটির আসন্ন আগমনের কথা নিশ্চিত করে এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। রেজার ৫০ আল্ট্রা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরে চলবে বলে জানা গেছে। স্মার্টফোনটিতে সম্ভবত ২,৬৪০×১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৯ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটের কভার ডিসপ্লেটি একটি ৩.৬ ইঞ্চির প্যানেল হতে পারে, যেমনটা এর পূর্বসূরিতেও রয়েছে।

মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা মডেলে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের ২x টেলিফটো সেন্সর যুক্ত থাকবে। আর সেলফির জন্য, মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে। আসন্ন ক্ল্যামশেলটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে জানা গেছে।

Motorola Razr 50 Ultra সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে হ্যালোইউআই (HelloUI) কাস্টম স্কিনে রান করবে। এটি হবে মোটোরোলার প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল, যা ইন্টিগ্রেটেড এআই (AI) চালিত ফটো/ভিডিও ক্যাপচার এবং এআই এডিটিং টুল অফার করবে। ডিভাইসটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং নিরাপত্তার জন্য এটি ফেস আনলক ফিচারটির সাথে আসবে।

আসন্ন Motorola Razr 50 Ultra ফোনটি তিনটি রঙে লঞ্চ হবে- মিডনাইট ব্লু, স্প্রিং গ্রিন এবং হট পিঙ্ক। এতে ইউএসবি টাইপ-সি চার্জিং এবং ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্ট থাকবে। এটি ইসিম (eSIM) সাপোর্ট করতে পারে এবং আইপিএক্স৮ জল-প্রতিরোধী রেটিং সহ আসতে পারে। Razr 50 Ultra ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে লঞ্চ হবে বলে জানা গেছে।

Motorola Razr 50 Ultra: মূল্য ও লভ্যতা (প্রত্যাশিত)

Motorola Razr 50 Ultra মার্কিন যুক্তরাষ্ট্রে Motorola Razr+ 2024 নামে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে এবং এর দাম হতে পারে ৯৯৯ ডলার (প্রায় ৮৩,৪৩০ টাকা)। ক্ল্যামশেল ফোল্ডেবলটি ৮৯,৯৯৯ টাকা দামে ভারতের বাজারে আসতে পারে। তবে যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে ফোনটির সর্ম্পকে কোনও তথ্য সামনে আসেনি, তাই এটির বিষয়ে নিশ্চিতভাবে জানাতে আপাতত অপেক্ষা করতেই হবে।

Show Full Article
Next Story