হোয়াইট মার্বেল ফিনিশ সহ Motorola Razr 50D ফোল্ডেবল এই আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখে নিন

মোটোরোলা রেজর 50D ফোনের ডিজাইন আপনার নজর কাড়বে। এতে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED ইনার ডিসপ্লে।

Ankita Mondal 14 Dec 2024 10:51 AM IST

মোটোরোলা তাদের নতুন ফোল্ডেবল ডিভাইস Motorola Razr 50D বাজারে আনতে চলেছে। জাপানে 19 ডিসেম্বরে এই ডিভাইসটি লঞ্চ হবে। জাপানের মোবাইল অপারেটর NTT Docomo -র সাথে হাত মিলিয়ে এই ফোন লঞ্চ করা হবে, যার ডিজাইন ইতিমধ্যেই ভারতে আসা মোটোরোলা রেজর 50 এর মতো হবে। মোবাইল সংস্থার ওয়েবসাইটে আসন্ন ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে এবং এখান থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন, দাম সামনে এসেছে। আর গতকাল থেকে Razr 50D এর প্রি-অর্ডারও শুরু হয়েছে। এটিও ক্ল্যামশেল স্টাইল ফোল্ডেবল ডিজাইন অফার করবে।

Motorola Razr 50D এর দাম ও প্রি অর্ডার

এনটিটি ডোকোমো-র ওয়েবসাইটে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে মোটোরোলা রেজর 50D ডিভাইসটি। এটি হোয়াইট মার্বেল ফিনিশ সহ লঞ্চ হবে। এই ফোল্ডেবল ফোনের দাম রাখা হয়েছে 114,950 জাপানিজ ইয়েন, যা প্রায় 64,000 টাকা। এই মূল্য 8GB র‌্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। 13 ডিসেম্বর থেকে এর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং 19 ডিসেম্বর এটি অফিসিয়ালি লঞ্চ হবে। এটি মাসিক কিস্তি হিসাবে 2,587 জাপানিজ ইয়েন (প্রায় 1,500 টাকা) দিয়েও বাড়ি নিয়ে আসা যাবে।

Motorola Razr 50D এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা রেজর 50D ফোনের ডিজাইন আপনার নজর কাড়বে। এতে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED ইনার ডিসপ্লে। আর এর বাইরে 3.6 ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এতে পাওয়ারের জন্য 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা রেজর 50 এর তুলনায় 200mAh ছোট।

ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বর্তমান, যা বিভিন্ন ধরনের ছবি তুলতে দেবে। আর সামনে হাই কোয়ালিটি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে - ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, IPX8 ওয়াটার রেজিস্ট্যান্স, হাই-রেস অডিও, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস।

Motorola Razr 50 এর ভারতীয় ভার্সনের ফিচার

ভারতে লঞ্চ হওয়া মোটোরোলা রেজর 50 মডেলে 6.9 ইঞ্চি ইন্টারনাল ডিসপ্লে এবং 3.63 ইঞ্চি কভার ডিসপ্লে উপস্থিত। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300X চিপসেটে এবং এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ইনার ডিসপ্লেতে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Show Full Article
Next Story