Motorola Razr Plus: ছোট ফোন চোখের পলকে বড় হয়ে যাবে, মোটোরোলার চমক আসছে 2024 সালেই
মোটোরোলা (Motorola) শীঘ্রই ফ্লিপ-স্টাইলের এক নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্ল্যান করছে বলে সাম্প্রতিক রিপোর্টে দাবি...মোটোরোলা (Motorola) শীঘ্রই ফ্লিপ-স্টাইলের এক নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্ল্যান করছে বলে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে। ফোনটি সম্ভবত Moto Razr Plus 2024 নামে বাজারে আসবে। লঞ্চের আগেই হ্যান্ডসেটটির রেন্ডারও প্রকাশ্যে এসেছে, যা ফোনের সামনের এবং পিছনের উভয় প্যানেলের ডিজাইন প্রদর্শন করেছে। চলুন দেখে নিই, আপকামিং Moto Razr Plus 2024-কেমন দেখতে হবে।
Moto Razr Plus 2024-এর ডিজাইন ফাঁস
মোটোরোলা রেজার প্লাস ২০২৪ ফোনটির কোডনেম গ্লোরি (Glory) এবং মডেল নম্বর XT-2453-3 বলে জানা গেছে। এটি সম্ভবত রেজার ৪০ আল্ট্রা/প্লাস-এর উত্তরসূরি হবে। ডিভাইসটি মার্কিন যুক্তরাষ্ট্রে ভেরিজন ওয়্যারলেস (Verizon Wireless)-এর মাধ্যমে এক্সক্লুসিভলি বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে।
ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, ফোনটির রিয়ার প্যানেলে আগের রেজার সিরিজের ফোনগুলির মতো ডানদিকে দুটি ক্যামেরার রিং অবস্থান করবে। এছাড়া, রেজার প্লাস ২০২৪-এ ক্লাসিক গ্রে ফিনিস থাকবে। ফোনটিকে আনফোল্ড করা হলে এটিকে আপাতভাবে সেলফির জন্য কেন্দ্রে একটি পাঞ্চ-হোল ক্যামেরা সহ আগের মডেলগুলির মতোই দেখতে লাগবে।
তবে, Motorola Razr Plus 2024-এ একটি নতুন Qualcomm Snapdragon প্রসেসর ব্যবহার করা হবে, যা আরও ভাল পারফর্ম করবে এবং ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করবে বলে আশা করা যায়। তবে, চিপসেটের সঠিক নাম এখনও নিশ্চিত করা হয়নি। জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের Motorola Razr ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত।
প্রসঙ্গত, ফোল্ডেবল ফোনের বাজারে ২০২০ সালে পা রেখেছিল মোটোরোলা। Razr 40 দিয়ে যাত্রা শুরু হয়, তারপর ২০২১ সালে Razr 40 Ultra এবং Razr 40 Plus বাজারে আসে। বর্তমানে লেনোভো (Lenovo)-অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ডটি ক্রমবর্ধমান ফোল্ডেবল ফোনের মার্কেটে স্যামসাং (Samsung), হুয়াওয়ে (Huawei) এবং শাওমি (Xiaomi)-এর মতো বড় সংস্থাগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোটোরোলার মূল লক্ষ্য তাদের অভিনব ডিজাইন এবং উইজার এক্সপেরিয়েন্স দিয়ে বাকি ব্র্যান্ডগুলির থেকে আলাদা হয়ে ওঠা। Moto Razr Plus এই বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে।