ফোনের পিছনে iPhone মতো বিশাল ডিসপ্লে, Motorola Razr Ultra-তে থাকছে বিশাল চমক

লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড, মোটোরোলা তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Motorola Razr Ultra ফোল্ডেবল ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে স্পেনের…

লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড, মোটোরোলা তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Motorola Razr Ultra ফোল্ডেবল ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টের সময় লেনোভোর সিইও ইয়াং ইউয়ানকিং একটি বড় এবং উন্নততর Moto Razr মডেলের আগমনের বিষয়ে নিশ্চিত করেছিলেন। নতুন Motorola Razr Ultra গ তবছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Moto Razr 2022-এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখবে। বেশ কিছু রিপোর্টে ইতিমধ্যেই এই ফোল্ডেবল ডিভাইসটির স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। Motorola Razr Ultra-এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল বেশ বড় বাইরের ডিসপ্লে, যা শুধুমাত্র পূর্বসূরির তুলনায় নয়, কিছু প্রতিদ্বন্দ্বী মডেলের থেকেও বড়। আর এখন এক টিপস্টার আপকামিং ফোল্ডেবল ফোনটির একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন, যা এর ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। আসুন তাহলে আপকামিং Motorola Razr Ultra সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Motorola Razr Ultra-এর প্রোমোশনাল ভিডিও

টিপস্টার ইভান ব্লাস দ্বারা শেয়ার করা মোটোরোলা রেজার আল্ট্রা-এর একটি নতুন ফাঁস হওয়া প্রোমোশনাল ভিডিও আসন্ন স্মার্টফোনের একটি ৪৪ সেকেন্ডের টিজার দেখায়। ভিডিওটি আগের দাবিগুলিকে সমর্থন করে যে, এটি বাজারে উপলব্ধ সবচেয়ে বড় কভার ডিসপ্লেযুক্ত ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হবে।

এছাড়াও, ভিডিওটি মোটোরোলা রেজার আল্ট্রার বাইরের ডিসপ্লে প্যানেলটিকে প্রদর্শন করেছে, যা ম্যাপ নেভিগেশন, মিউজিক শাফলিং, অফলাইন গেমিং এবং নোটিফিকেশন অ্যাক্সেস সহ একাধিক ফাংশন সাপোর্ট করবে। স্ক্রিনটি ফ্লিপ কভারের প্রায় পুরো স্থান জুড়ে থাকবে এবং দুটি বৃত্তাকার ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট মডিউলকে ঘিরে অবস্থান করবে।

জানিয়ে রাখি, Motorola Razr Ultra-এর বাইরে একটি ৩.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা বর্তমান প্রজন্মের Moto Razr 2022-এর ২.৭ ইঞ্চির কভার ডিসপ্লের থেকে যথেষ্ট বড়। এই আকারটি Oppo N2 Flip-এর ৩.২৫ ইঞ্চির আউটার স্ক্রিনের চেয়েও বড়, যা হ্যান্ডসেটের সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে একটি হতে পারে। এটি আসন্ন Samsung Galaxy Z Flip 5 মডেলের ৩.৪ ইঞ্চির কভার ডিসপ্লের চেয়েও বড় হতে চলেছে। দেখা যাচ্ছে, প্রথম প্রজন্মের আইফোনে যে সাইজের ডিসপ্লে (৩.৫ ইঞ্চি) ছিল, নয়া ফোনটির বাইরেও তেমন আকারের এক্সটার্নাল ডিসপ্লে থাকবে।

Motorola Razr Ultra বিভিন্ন দেশে Motorola Razr 40 Ultra, Motorola Razr+ বা Motorola Razr 2023 হিসেবে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে এই অন্য নামগুলি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য সামনে আসেনি। মোটোরোলার ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোনটি শুধু ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং এর দাম ৩,৯৯৯ সৌদি রিয়াল (প্রায় ৮৮,৪০০ টাকা) হবে বলে জানা গেছে। ফোনটি ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং ভিভা ম্যাজেন্টা কালার অপশনে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Motorola Razr Ultra-তে সম্ভবত ৬.৯ ইঞ্চির ফুল-এইচডি+ (২,৬৪০ x ১,০৮০ পিক্সেল) পোলেড প্রাইমারি ইনার ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ইউজার ইন্টারফেসে রান করবে। ফটোগ্রাফির জন্য, Motorola Razr Ultra-এর রিয়ার প্যানেলে দুটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে।

অন্যদিকে, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত ডুয়েল ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Razr Ultra-এ ৩,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়াও, হ্যান্ডসেটটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ৫জি সংযোগ, এনএফসি এবং ই-সিম সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন