এবার চমৎকার পারফরম্যান্স দেবে Motorola-র Moto G84 5G ফোন, নতুন আপডেটের পর হয়ে যাবে একদম নতুন

চলতি বছরের শুরুতে 12 জিবি র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করেছিল Motorola। এই ফোনের নাম Moto G84 5G।...
techgup 30 March 2024 1:54 PM IST

চলতি বছরের শুরুতে 12 জিবি র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করেছিল Motorola। এই ফোনের নাম Moto G84 5G। এখন এই ফোনের জন্য লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ওএস আপডেট রোলআউট করা হল। Motorola আরও নিশ্চিত করেছে যে, শীঘ্রই আরও বেশ কয়েকটি ফোনে এই নতুন ওএস এর আপডেট আসবে। এরমধ্যে অন্তর্ভুক্ত থাকবে Motorola Razr 40 Ultra, Razer 40, Edge সিরিজের কিছু ডিভাইস, Moto G54 5G, Moto G73 5G, Moto G13, Moto G14 এবং Moto G53।

Moto G84 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে এল Android 14 আপডেট

মোটোরলার তরফে বলা হয়েছে, আপাতত ভারতীয় মোটো জি84 5জি ফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড 14 আপডেট আনা হয়েছে, যার ফার্ম‌ওয়্যার ভার্সন UTC34.22-64-6। আর এই আপডেটের ডাউনলোড সাইজ 1.85 জিবি।

নতুন আপডেটের পর ব্যবহারকারীরা আরও ভালোভাবে ডিসপ্লের টেক্সট দেখতে পারবে এবং হোম স্ক্রিন কন্ট্রোল করতে পারবে।

আবার ব্যবহারকারী দেখতে পারবে তার লোকেশন কোন থার্ড পার্টি অ্যাপের সাথে শেয়ার করা হচ্ছে।

ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যের তথ্য এক জায়গায় সুস্পষ্টভাবে দেখতে পারবেন।

Show Full Article
Next Story