কোন কোন Motorola ও Moto ফোনে আসছে Android 15 আপডেট, দেখুন লিস্ট

Motorola এখনও কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট দেবে তার অফিসিয়াল লিস্ট প্রকাশ করেনি। তবে ব্র্যান্ডটি নিয়মিত পরবর্তী...
Ankita Mondal 15 Nov 2024 4:09 PM IST

Motorola এখনও কোন কোন ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট দেবে তার অফিসিয়াল লিস্ট প্রকাশ করেনি। তবে ব্র্যান্ডটি নিয়মিত পরবর্তী বড় আপডেট পাওয়া ডিভাইসের লিস্ট আপডেট করছে। শুরুতে এই লিস্টে ২২টি স্মার্টফোন ছিল। কিন্তু এখন অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পেতে চলা ডিভাইসের লিস্ট আরও লম্বা হয়েছে। তাই আসুন মোটোরোলার পরবর্তী বড় আপডেট পাওয়া ফোনের লিস্টে কোন কোন ডিভাইস এই মুহূর্তে অন্তর্ভুক্ত আছে দেখে নেওয়া যাক, এগুলিতেই আমরা অ্যান্ড্রয়েড ১৫ আপডেট আসতে দেখবো।

তবে তার আগে বলি যে, এই লিস্টে কোনো মডেল না থাকার অর্থ এই নয় যে তাতে বড় ওএস আপডেট আসবে না। হতে পারে ব্র্যান্ডটি এখনও পরীক্ষা শেষ করতে পারিনি তাই এই লিস্টে ডিভাইসটি নেই। কিছুদিন পরে এখানে অন্তর্ভুক্ত করা হতে পারে। তাই লিস্টে আপনার ফোনটি খুঁজে না পেলে হতাশ হবেন না।

Moto G ফোন

  • Motorola Moto G Power 5G (2024)
  • Motorola Moto G Stylus 5G (2024)
  • Motorola Moto G 5G (2024)
  • Motorola Moto G85
  • Motorola Moto G75
  • Motorola Moto G55
  • Motorola Moto G45
  • Motorola Moto G35
  • Motorola Moto G34 5G

Motorola Edge ফোন

  • Motorola Edge (2024)
  • Motorola Edge (2023)
  • Motorola Edge+ (2023)
  • Motorola Edge 50 Ultra
  • Motorola Edge 50 Pro
  • Motorola Edge 50 Neo
  • Motorola Edge 50 Fusion
  • Motorola Edge 50
  • Motorola Edge 40
  • Motorola Edge 40 Neo
  • Motorola Edge 40 Pro
  • Motorola Edge 30 Ultra

Motorola Razr ফোন

  • Motorola Razr+ (2024)
  • Motorola Razr 50 Ultra
  • Motorola Razr (2024)
  • Motorola Razr 50
  • Motorola Razr 50s
  • Motorola Razr+ (2023)
  • Motorola Razr 40 Ultra
  • Motorola Razr (2023)
  • Motorola Razr 40
  • Motorola Razr 40s

অন্যান্য Motorola ফোন

  • ThinkPhone by Motorola
  • ThinkPhone 25

এই লিস্টে অনেক জনপ্রিয় এবং পরিচিত স্মার্টফোনের নাম নেই। বিশেষ করে Moto G64 ও Moto G (2024) ডিভাইসকে এখানে জায়গা দেওয়া হয়নি। চলতি বছরেই এগুলি বাজারে এসেছে। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাবে বলেই আমাদের ধারণা। সম্ভবত কয়েক মাসের মধ্যে এদেরকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হবে।

আবারও বলে দিই যে, এটি মোটোরোলার ফাইনাল লিস্ট নয়। কেবল একটি সাপোর্ট পেজ থেকে নেওয়া লিস্ট। তাই অ্যান্ড্রয়েড ১৫ আপডেট রোল আউটের সময় সংস্থাটি এই লিস্টে আরও ডিভাইস অন্তর্ভুক্ত করবে বলে আমাদের ধারণা।

Show Full Article
Next Story