নতুন বছরে সবাইকে চমকে দেবে Motorola, 2024 সালে আসছে Moto Razr 2024 থেকে ফ্ল্যাগশিপ X সিরিজ

সমগ্র বিশ্ব তথা ভারতের বাজারে Motorola ব্র্যান্ডটির স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর এই কারণেই বোধ হয় Lenovo মালিকানাধীন Motorola-র ২০২৩ সালে ব্যবসা অনেকটাই বেড়েছে।…

সমগ্র বিশ্ব তথা ভারতের বাজারে Motorola ব্র্যান্ডটির স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর এই কারণেই বোধ হয় Lenovo মালিকানাধীন Motorola-র ২০২৩ সালে ব্যবসা অনেকটাই বেড়েছে। যেকারণে ২০২৪ সালে Motorola নিয়ে আসতে চলেছে তাদের AI ফিচার যুক্ত নতুন ফোল্ডেবল স্মার্টফোন, যার দাম শুরু হবে মাত্র ৪৫,০০০ টাকা থেকে।

লেনোভো মোবাইল বিজনেস গ্রুপের প্রধান চিন জিন টুইটারের চিনা বিকল্প ওয়েইবো-তে ২০২৪ সালে মোটোরোলার বিশেষ পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, চলতি বছরে মোটোরোলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও উন্নত ডিজাইন সহ একটি ফোল্ডেবল Razr মডেল লঞ্চ করতে চায়।

জিন আভাস দিয়েছেন যে, সংস্থাটি তাদের এস সিরিজ এবং জি সিরিজে নতুন পরিবর্তন আনতে পারে অথবা সংস্থাটি এই লাইনআপে নতুন স্মার্টফোনও লঞ্চ করতে পারে।

২০২৪ সালে Motorola কি কি চমক দিতে চলেছে?

  • নতুন Razr ফোল্ডেবল ফোন

Motorola তাদের আইকনিক Razr ডিভাইসে উন্নত ডিজাইন, AI ইন্টিগ্রেশন সহ আরো একাধিক পরিবর্তন আনতে চলেছে। ইতিমধ্যেই সংস্থাটি Razr 40 সিরিজের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল স্মার্টফোন অফার করা শুরু করে দিয়েছে। তবে, আশা করা যায় ২০২৪ মডেলে আরও উন্নত ফিচার প্রদান করা হবে।

  • অন্যান্য মডেলেও থাকবে এআই ইন্টিগ্রেশন

আশা করা যায় লেনোভোর “AI for all” নীতি অনুযায়ী মোটোরোলার ফ্ল্যাগশিপ Moto X সিরিজ সহ অন্যান্য স্মার্টফোনেও AI ফিচার দেখা যেতে পারে। অর্থাৎ, এই ফিচার ব্যবহার করে সংস্থাটি প্রযুক্তিকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করতে পারে।

  • S এবং G সিরিজের নতুন মডেল

Motorola তাদের জনপ্রিয় এস এবং জি সিরিজে নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। এছাড়াও, ২০২৪ সালে সংস্থাটি বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে আসতে পারে।

  • টপ-অফ-দ্য-লাইন প্রসেসর – Motorola-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি (Snapdragon 8 Gen 3 SoC) প্রসেসর এবং মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল মডেলগুলিতে কোয়ালাকম প্রসেসর উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন