পাঁচ বছর নিশ্চিন্তে ফোন ব্যবহার করুন, এই Motorola স্মার্টফোনগুলি পাবে পাঁচটি অ্যান্ড্রয়েড আপগ্রেড

Motorola ফোনে পাঁচটি অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে Motorola Edge 50 Neo, Motorola Moto G75, Motorola ThinkPhone 25

Suman Patra 14 Dec 2024 7:58 AM IST

দীর্ঘদিন ধরে নতুন ও পুরানো ফোনে সঠিক সময়ে আপডেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুনাম কুড়াতে পারেনি Motorola। এছাড়া ডিভাইসগুলি বেশিদিন ধরে আপডেটও পেত না। কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোনগুলি বড়জোর তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পেত। আর মিড ও বাজেট ফোনে আসত দুটি আপগ্রেড। তবে সস্তা মডেলগুলির জন্য একটি আপগ্রেড আসতো।

এই কারণে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে Motorola কে। কারণ নতুন আপডেট ডিভাইসকে আরও শক্তিশালী এবং ফিচার সমৃদ্ধ করে তোলে। আর বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ব্র্যান্ড এখন তাদের ফোনে সাতটি পর্যন্ত আপগ্রেড পৌঁছে দিচ্ছে। ফলে বাধ্য হয়ে মোটোরোলা তাদের সফটওয়্যার আপডেট পলিসিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে। ব্র্যান্ডটি তাদের নতুন ডিভাইসের সাথে পাঁচটি পর্যন্ত আপগ্রেড দেবে বলে ঘোষণা করেছে।

কোন কোন Motorola ফোনে পাঁচটি অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে

* Motorola Edge 50 Neo

* Motorola Moto G75

* Motorola ThinkPhone 25

মোটোরোলা এজ 50 নিও কোম্পানির প্রথম স্মার্টফোন যেখানে নতুন সফটওয়্যার আপডেট পলিসি প্রযোজ্য হবে।এরপর এই তালিকায় মোটো G75 ও মোটোরোলা থিঙ্কপ্যাড সিরিজের একটি ডিভাইসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় আরও নতুন মিড রেঞ্জ ফোনকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হবে।

যদিও মোটোরোলা তাদের পুরানো ডিভাইসের জন্য এই সফটওয়্যার আপডেট পলিসি চালু করেনি। এর অর্থ হল, দাম দিয়ে কেনার পরেও এজ 50 সিরিজের মডেলগুলি যেমন - এজ 50 প্রো, এজ 50 আল্ট্রা এবং প্রিমিয়াম Razr ফোল্ডেবল ফোনে তিনটির বেশি আপগ্রেড আসবে না। যদিও ব্র্যান্ডটি এই সিদ্ধান্ত পাল্টাতেও পারে এবং এই ডিভাইসগুলিতেও বেশি আপগ্রেড দিতে পারে।

Show Full Article
Next Story