আজ 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সবচেয়ে সস্তা ফোন বাজারে আনছে Motorola

মোটোরোলা (Motorola) বিশ্ববাজারে এ বছর বেশ কিছু নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন প্রকাশ করেছে। যার মধ্যে একটি হল ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি…

মোটোরোলা (Motorola) বিশ্ববাজারে এ বছর বেশ কিছু নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন প্রকাশ করেছে। যার মধ্যে একটি হল ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ Moto E13। লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ডটি এই বছর ভারতের বাজারে এই হ্যান্ডসেটটি এনেছিল, যার ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম মাত্র ৬,৯৯৯ টাকা। ইতিমধ্যেই, Moto E13 তার মসৃণ ডিজাইন এবং আকর্ষণীয় কালার অপশনের সাথে গ্রাহকদের মুগ্ধ করেছে। আর আজ (২৮ সেপ্টেম্বর) মোটোরোলা ভারতীয় ক্রেতাদের জন্য লঞ্চের প্রায় আট মাস পর Moto E13-এর একটি নতুন কালার অপশন রিলিজ করতে চলেছে।

Moto E13-এর নতুন কালার ভ্যারিয়েন্টের আজ লঞ্চ

মোটোরোলা ইন্ডিয়ার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পোস্ট অনুসারে, মোটো ই১৩-এর নতুন কালার ভ্যারিয়েন্টের পোশাকি নাম ‘স্কাই ব্লু’, যা অফিশিয়ালি উন্মোচিত হতে চলেছে আজ। জানিয়ে রাখি, এই স্মার্টফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ ছিল – সবুজ (অরোরা গ্রীন), কালো (কসমিক ব্ল্যাক) এবং সাদা (ক্রিমি হোয়াইট)। স্কাই ব্লু ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট কেনা যাবে বলে জানানো হয়েছে। এটি নতুন রঙের সাথে আসলেও, একই স্পেসিফিকেশন অফার করবে। ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের সবচেয়ে সস্তা মডেল হবে বলেও দাবি করা হয়েছে। চলুন তাহলে বাজারে বিদ্যমান মোটো ই১৩-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Motorola Moto E13-এর স্পেসিফিকেশন

মোটো ই১৩-এ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা ২ জিবি/৪ জিবি/৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। তবে এই ফোনের স্টোরেজ স্পেস মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)-এ চলে, যা অ্যান্ড্রয়েডের মূল সংস্করণের একটি টোন-ডাউন ভার্সন।

ফটোগ্রাফির জন্য, Motorola Moto E13-এর রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই এন্ট্রি লেভেলের ফোনটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে বাজারে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন