Motorola XT-2417: বাজেটের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ হাজির হচ্ছে এই নতুন ফোন

Motorola বর্তমানে ভারত সহ গ্লোবাল মার্কেটে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চের কাজে ব্যস্ত। হালফিলে Lenovo মালিকানাধীন এই সংস্থাটিকে ভারতে Moto G54 5G এবং Moto…

Motorola বর্তমানে ভারত সহ গ্লোবাল মার্কেটে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চের কাজে ব্যস্ত। হালফিলে Lenovo মালিকানাধীন এই সংস্থাটিকে ভারতে Moto G54 5G এবং Moto G84 5G নামের দুটি বাজেট ও লো-মিড রেঞ্জের স্মার্টফোন উন্মোচন করতে দেখা গেছে। পাশাপাশি হাই-মিড সেগমেন্টের অধীনে Motorola Edge 40 স্মার্টফোন সিরিজকেও এদেশে লঞ্চ করা হয়েছে। আবার এখন খবর পাওয়া যাচ্ছে, Motorola খুব শীঘ্রই আরো একটি নয়া হ্যান্ডসেটের সাথে উপস্থিত হতে পারে। আসলে সম্প্রতি এক সুপরিচিত টিপস্টারকে X প্ল্যাটফর্মে আসন্ন একটি Motorola ব্র্যান্ডের স্মার্টফোনের প্রেস রেন্ডার শেয়ার করতে দেখা গেছে। যার দরুন ডিভাইসটির মডেল নম্বর সহ ডিজাইন কিরকম হবে সে সম্পর্কে জানা গেছে।

আপকামিং Motorola XT-2417 স্মার্টফোনের ডিজাইন এল প্রকাশ্যে

টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) আজ তার আধিকারিক X হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে একটি আসন্ন Motorola স্মার্টফোনের প্রেস রেন্ডার অন্তর্ভুক্ত। এই ডিভাইসটি XT-2417 মডেল নম্বর বহন করবে বলে পোস্টে দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, টিপস্টার আলোচ্য স্মার্টফোনের নাম কি হবে অথবা এর ফিচার কিন্তু প্রকাশ করেননি।

এদিকে সদ্য প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী, Motorola XT-2417 স্মার্টফোনে Oppo Find X3 Pro মডেলের অনুরূপ ডিজাইনের একটি উত্থিত ক্যামেরা মডিউল দেওয়া হবে৷ এই রিয়ার ক্যামেরা মডিউলের মধ্যে – ডুয়াল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ অবস্থান করবে। প্রেস রেন্ডার থেকে আরো জানা গেছে, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে আসবে।

আসন্ন Motorola হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের ঠিক মধ্যিখানে ব্র্যান্ড লোগো লক্ষ্যণীয়। আবার ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখা যাবে। এছাড়া রেন্ডারটি নিশ্চিত করেছে যে, ডিসপ্লের উপরের এবং নীচের বেজেল তুলনায় পুরু হবে।

অর্থাৎ যাবতীয় ডিজাইন-বিশদ দেখে একটা বিষয়ে আমরা নিশ্চিত যে টিপস্টার ইভেন ব্লাস দ্বারা XT-2417 মডেল নম্বর যুক্ত যেই Motorola স্মার্টফোনের প্রেস রেন্ডার শেয়ার করা হয়েছে তা একটি বাজেট-রেঞ্জের ডিভাইস হতে পারে।

প্রসঙ্গত, XT2415-1 মডেল নম্বর সহ আরেকটি নতুন Motorola স্মার্টফোনকে হালফিলে ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আলোচ্য সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত হবে।