HTC নতুন মডেলের হাত ধরে স্মার্টফোন মার্কেটে কামব্যাক করছে, 3Gbps স্পিড সাপোর্ট করবে
একদা স্মার্টফোন বাজারের অন্যতম জনপ্রিয় নাম ছিল HTC। যদিও বর্তমানে তারা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির ছায়ায় একেবারে ঢাকা...একদা স্মার্টফোন বাজারের অন্যতম জনপ্রিয় নাম ছিল HTC। যদিও বর্তমানে তারা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির ছায়ায় একেবারে ঢাকা পরে গিয়েছে বললে ভুল কিছু বলা হবে না। তা সত্ত্বেও তাইওয়ানের সংস্থাটি নতুন স্মার্টফোন নিয়ে আসার কাজ এখনো চলমান রেখেছে। যেমন HTC এর এক স্মার্টফোনকে Bluetooth SIG সাইটে দেখা গিয়েছে। যার ফলে অফিসিয়াল লঞ্চের আগেই ফোনটির বেশ কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে।
HTC আনতে চলেছে নতুন মোবাইল ফোন
এক রিপোর্টে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কিত বেশ কয়েকটি তথ্যের উল্লেখ পাওয়া গেছে। যদিও এই মুহুর্তে ডিভাইসটির অফিসিয়াল নাম কেমন হবে সেই তথ্য অজানা। জানা যাচ্ছে, আসন্ন HTC স্মার্টফোনকে শীঘ্রই অন্তত তিনটি আঞ্চলিক বাজারে লঞ্চ করা হবে৷ তবে এই তালিকায় ভারত নাও থাকতে পারে। কেননা প্রতিযোগিতায় টিকতে না পেরে সংস্থাটি ভারত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল।
(Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত ফোনটির লিস্টিং নিশ্চিত করেছে যে, এটি 2QC9200, 2QC9100, এবং 2QCB100 মডেল নম্বর সহ বাজারে আসবে এবং ব্লুটুথ ৫.২ ভার্সন এবং ওয়াই-ফাই ৬ই সমর্থন করবে। সূত্রের দাবি, আপকামিং HTC ফোনটিতে কোয়ালকম চিপসেট থাকবে। যদিও নির্দিষ্টভাবে কোন প্রসেসরের সাথে আসবে তা এখনো অজানা।
এদিকে, নিশ্চিত করা হয়েছে যে এইচটিসির নতুন ফোনটি 'ফাস্টকানেক্ট ৬৭০০ ফিচার সাপোর্ট করবে। যা মূলত স্মার্টফোন এবং কম্পিউটিং ডিভাইসের জন্য ওয়াই-ফাই সংযোগকে ত্বরান্বিত করতে ব্যবহৃত কোয়ালকমের ১৪এনএম ২×২ মোবাইল কানেক্টিভিটি সিস্টেম। এই সিস্টেমটি ৩ জিবিপিএস পর্যন্ত স্পিড এবং ওয়াই-ফাই ৬ই সমর্থন অফার করে।
অবগতের জন্য জানিয়ে রাখি, ফাস্টকানেক্ট ৬৭০০ বর্তমানে মোট তিনটি কোয়ালকম প্রসেসরে দেখা যায়। এগুলি হল - স্ন্যাপড্রাগন ৭৭৮, স্ন্যাপড্রাগন ৭৭৮+, এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। অতএব, ফোনটিতে উল্লিখিত তিনটি চিপসেটের মধ্যে একটি উপস্থিত থাকতে পারে। সঙ্গে ৬ জিবি / ৮ জিবি + ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা।