Infinix এর একের পর এক চমক, আসছে বিশ্বের প্রথম ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বিশ্বের কিছু বাজারে আসন্ন Infinix Zero Ultra 5G স্মার্টফোনটি লঞ্চ করার...
Anwesha Nandi 27 Sept 2022 9:36 PM IST

জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বিশ্বের কিছু বাজারে আসন্ন Infinix Zero Ultra 5G স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি কার্ভড এজ ওলেড (OLED) ডিসপ্লে, ১৮০ ওয়াট চার্জিং এবং ওআইএস (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মতো স্পেসিফিকেশনগুলি অফার করবে বলে জানা গেছে। ইনফিনিক্স ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এটি আগামী ৫ অক্টোবর ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী ফোন হিসেবে বাজারে আসতে চলেছে। তবে Zero Ultra 5G-এর লঞ্চের আগেই এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, কোম্পানি উৎকৃষ্ট মানের সেলফি শট ক্যাপচার করতে পারবে এমন একটি নতুন ফোনের ওপর কাজ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই আসন্ন ডিভাইসটিও Infinix Zero সিরিজে অন্তর্ভুক্ত হবে এবং এর পাশাপাশি রিপোর্টে ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ছবিও শেয়ার করা হয়েছে।

নতুন Infinix Zero হ্যান্ডসেটে থাকবে OIS-সক্ষম 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

জিএসএমএরিনা (GSMArena)-এর নতুন রিপোর্ট অনুসারে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত একটি নতুন জিরো-সিরিজের ফোনের ওপর কাজ করছে ইনফিনিক্স। তথ্যটি যদি সত্য প্রমাণিত হয় তাহলে, এই ফোনটিতেই ওআইএস সাপোর্ট সহ সর্বোচ্চ রেজোলিউশনের সেলফি ক্যামেরা দেখা যাবে।

জানিয়ে রাখি, মোটোরোলা এজ ৩০ আল্ট্রা, এজ ৩০ প্রো এবং হুয়াওয়ে নোভা ১০-এ ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। তবে, এই হ্যান্ডসেটগুলিতে ফ্রন্ট ক্যামেরার জন্য অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করে না। চলতি মাসে লঞ্চ হওয়া অ্যাপলের আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটিই শুধুমাত্র এবছর ওআইএস-সক্ষম ফ্রন্ট ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে।

প্রসঙ্গত, জিএসএমএরিনা-এর প্রতিবেদনে সেলফি ক্যামেরা ছাড়া, নয়া জিরো-সিরিজের হ্যান্ডসেটটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ফোনটির ফাঁস হওয়া ছবিগুলি দেখায় যে, এতে একটি কার্ভড এজ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। তবে রিপোর্টটি নিশ্চিতভাবে জানায়নি যে, ফাঁস হওয়া ছবিগুলি ৬০ মেগাপিক্সেল ওআইএস সেলফি ক্যামেরা যুক্ত ইনফিনিক্স জিরো ফোনটির কিনা।

তবে, প্রতিবেদনে বলা হয়েছে যে ডিভাইসটি Infinix Zero Ultra-এর মতো দেখতে হলেও, স্পেসিফিকেশনের দিক থেকে এটি ভিন্ন হবে। এর অন্যতম কারণ হল যে 'Ultra' মডেলটি একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরার সাথে আসবে বলে জানা গেছে। উল্লেখ্য, Infinix Zero 5G Ultra আগামী ৫ অক্টোবর বিশ্ববাজারে পা রাখার জন্য প্রস্তুত। তবে, সেলফি-কেন্দ্রিক নতুন ইনফিনিক্স ফোনটি এর পাশাপাশি লঞ্চ হয় কিনা তাই-ই এখন দেখার।

Show Full Article
Next Story