Redmi, Samsung, iQOO সদ্য লঞ্চ করেছে এই পাঁচটি স্মার্টফোন, দেখে নিন দাম ও ফিচার
এখন প্রায় প্রতিমাসেই স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি উন্নত ফিচারের সাথে বিভিন্ন ধরনের হ্যান্ডসেট লঞ্চ করছে। ২০২৩...এখন প্রায় প্রতিমাসেই স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি উন্নত ফিচারের সাথে বিভিন্ন ধরনের হ্যান্ডসেট লঞ্চ করছে। ২০২৩ সালের আগস্ট মাসেও Samsung, Redmi, Infinix এবং IQOO-এর মত ব্র্যান্ডগুলি বাজারে নতুন ডিভাইস লঞ্চ করেছে। এই প্রতিবেদনে আমরা ফোনগুলি সম্পর্কে আলোচনা করবো। তাই আপনি যদি নতুন কোনো ফোন খোঁজ করতে চান, তাহলে প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।
Redmi 12 5G
আগস্টের প্রথম দিকেই লঞ্চ হয়েছে রেডমি ১২ ৫জি, যার দাম ১১,৯৯৯ টাকা। এটি এই কোম্পানির সবথেকে সস্তা ৫জি ফোন।
শাওমির মালিকানাধীন রেডমির এই প্রিমিয়াম ফোনটি গ্লাস ব্যাক প্যানেল সহ লঞ্চ করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ১ চিপসেট। আর এই ফোনটি দুর্দান্ত ক্যামেরা সেটআপ অফার করে। কোম্পানির মতে Redmi 12 5G ডিভাইসটি একবার চার্জ দিলে সারাদিনে আর চার্জ দেওয়ার প্রয়োজন হয় না। তাই যারা কম দামে একটি 5G ফোন কিনতে চান তারা এই ডিভাইসটি কিনতে পারেন।
iQOO Z7 Pro
আইকোর মিড রেঞ্জের লেটেস্ট ফোন হল জেড৭ প্রো, যার দাম ২১,৯৯৯ টাকা।
এই স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমনসিটি ৭২০০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর উপস্থিত, যা ওআইএস সাপোর্ট করে। সাথে আছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে চলবে। এই মাল্টিটাস্কিং ফোনে গ্লাস ব্যাক প্যানেল সহ কার্ভড ডিসপ্লেও দেওয়া হয়েছে।
Infinix GT 10 Pro
ইনফিনিক্স-এর এই ফোনটি সদ্য লঞ্চ হওয়া নাথিং ২ ফোনের মতোই দেখতে। যদিও এতে নাথিং ২ ফোনের মত গ্লাইফ ইন্টারফেস নেই। তবে এর মাধ্যমেও নাথিং ফোনের মতো জনপ্রিয় সমস্ত মোবাইল গেম খেলা যাবে।
যদিও গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা হলেও এই ফোনের জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। মিড রেঞ্জের এই ফোনটি আপনি পেয়ে যাবেন ২০,৯৯৯ টাকায়।
Samsung Galaxy Z Flip 5
স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ৫ হলো একটি দুর্দান্ত ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোন, যা দুর্দান্ত বিল্ড-ইন কোয়ালিটির সাথে প্রিমিয়াম স্পেসিফিকেশন অফার করে। কোম্পানির এই লেটেস্ট ফোনটি এখন পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়।
গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনটি ৩.৪ ইঞ্চির একটি বড়ো কভার ডিসপ্লে অফার করে। যেটি নেভিগেশন, স্ক্রলিং মিউজিক প্লেব্যাক, নেটফ্লিক্স এবং ইউটিউব-এর মত প্ল্যাটফর্মগুলি অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা যায়। আবার স্যামসাংয়ের এই ফ্লিপ ফোনে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর উপস্থিত।
Samsung Galaxy Z Fold 5
স্যামসাংয়ের এই ফোল্ডেবল ফোনটি গ্যালাক্সি জেড ৪-এর একটি আপগ্রেড ভার্সন। আর বর্তমান বাজারে বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন বলে বিবেচিত এই ডিভাইসটির দাম ১,৫৪,৯৯৯ টাকা।
সেরা পারফরম্যান্সের জন্য স্যামসাংয়ের এই ফোনে কোয়ালাকম চিপসেট এবং Flex Hinge উপস্থিত। সংস্থাটি এই ডিভাইসটির সফটওয়্যারেও বেশ কিছু পরিবর্তন করেছে। আপনি যদি প্রায়শই ভ্রমণ করে থাকেন এবং লেটেস্ট হার্ডওয়্যার ও বড় স্ক্রিনের মোবাইল চান তাহলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ আপনার জন্য একটি সেরা ফোন প্রমাণিত হতে পারে।