বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি নিয়ে হাজির নয়া Vivo Y36, রয়েছে বিগ 512GB স্টোরেজ
ভিভো (Vivo) কয়েক মাস আগে বিশ্বের একাধিক দেশে Vivo Y36 নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছিল। যা 4G এবং 5G উভয়...ভিভো (Vivo) কয়েক মাস আগে বিশ্বের একাধিক দেশে Vivo Y36 নামে একটি স্মার্টফোন লঞ্চ করেছিল। যা 4G এবং 5G উভয় ভ্যারিয়েন্টেই উপলব্ধ। সংস্থার পক্ষ থেকে এবার একই নামে আরেকটি ফোন চীনে লঞ্চের কথা জানানো হয়েছে, যা অরিজিনাল মডেলের তুলনায় ডাউনগ্রেড স্পেসিফিকেশন অফার করে। এছাড়া, নতুন Vivo Y36 শুধুমাত্র 5G ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটিতে এইচডি+ ডিসপ্লে, MediaTek Dimensity 6020 চিপ, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।
Vivo Y36 (China)-এর স্পেসিফিকেশন
ভিভো ওয়াই৩৬-এর নতুন মডেল শুধু স্পেসিফিকেশনে নয়, ডিজাইনের ক্ষেত্রেও আলাদা। বৃত্তাকার ক্যামেরা সহ আয়তক্ষেত্রাকার আইল্যান্ড ধরে রাখলেও, এলইডি ফ্ল্যাশলাইট ডানদিকের পরিবর্তে ক্যামেরার নীচে অবস্থিত। এছাড়াও, গ্লোবাল ভিভো ওয়াই৩৬ ৫জি-তে ৬.৬৪ ইঞ্চির স্ক্রিনের তুলনায় চীনা ওয়াই৩৬-এ ছোট ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এমনকি, প্যানেলে পাঞ্চ হোলের বদলে ডিউ-ড্রপ নচ রয়েছে।
ডিসপ্লেটি কেবলমাত্র এইচডি+ রেজোলিউশন অফার করলেও (ফুলএইচডি-এর তুলনায়) একই ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত একই মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট (আগে ডাইমেনসিটি ৭০০ নামে পরিচিত) দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৩৬-এর চীনা সংস্করণে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সমানে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেখানে, গ্লোবাল মডেলটিতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
এছাড়া, Vivo Y36 (China) একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস সহ এসেছে৷ অবশেষে, পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ডিভাইসটিতে একই ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে চার্জিং গতি ৪৪ ওয়াট থেকে কমিয়ে ১৫ ওয়াট করা হয়েছে৷
Vivo Y36 (China)-এর মূল্য ও লভ্যতা
Vivo Y36 চীনে ৬ জিবি থেকে শুরু করে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থেকে শুরু করে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৫২০ টাকা) থেকে সর্বোচ্চ ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৩৩০ টাকা)৷ ফোনটি স্পেস গ্রে, গ্যালাক্সি গোল্ড এবং ফ্যান্টাসি পার্পল কালার অপশনে বেছে নেওয়া যাবে।