Nokia 105 Plus, Nokia 105 ১৫০০ টাকার কমে লঞ্চ হল, পাবেন অটো কল রেকর্ডিংয়ের সুবিধা

HMD Global আজ ভারতে Nokia G21 স্মার্টফোনের পাশাপাশি দুটি নতুন ফিচার ফোনের ঘোষণা করলো। নতুন ফিচার ফোন দুটি Nokia 105 এবং...
SUPARNA 26 April 2022 6:03 PM IST

HMD Global আজ ভারতে Nokia G21 স্মার্টফোনের পাশাপাশি দুটি নতুন ফিচার ফোনের ঘোষণা করলো। নতুন ফিচার ফোন দুটি Nokia 105 এবং Nokia 105 Plus নামে এসেছে এদেশে। যার মধ্যে প্রথমটি, ৪তম প্রজন্মের Nokia 105 হিসাবে এবং পরবর্তীটি, একই সিরিজের প্রথম 'Plus' মডেল রূপে আত্মপ্রকাশ করেছে। ফিচার প্রসঙ্গে বললে, Nokia 105 ফোনে QQVGA ডিসপ্লে, ৪ এমবি র‌্যাম এবং ৮০০এমএএইচ ব্যাটারি উপলব্ধ। অন্যদিকে, 'Plus' মডেলটি, LCD ডিসপ্লে, ১,০০০এমএএইচ ব্যাটারি, MP3 প্লেয়ার এবং অটো কল রেকর্ডিং ফিচারের সাথে এসেছে। সামান্য কিছু ফিচারগত তারতম্য থাকলেও, উভয় ডিভাইসেই একটি টি৯ (T9) কী-প্যাড, বিল্ট-ইন LED টর্চ এবং ওয়্যারলেস এফএম রেডিওর সমর্থন পাওয়া যাবে। চলুন এবার Nokia 105 এবং Nokia 105 Plus ফিচার ফোন-দ্বয়ের দাম ও বিশেষত্ব বিশদে জেনে নেওয়া যাক।

Nokia 105, 105 Plus ফিচার ফোনের দাম ও লভ্যতা

ভারতে নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৫ প্লাস ফোনের দাম যথাক্রমে ১,২৯৯ টাকা এবং ১,৩৯৯ টাকা রাখা হয়েছে। কালার অপশনের কথা বললে, প্রথম মডেলটিকে - চারকোল এবং ব্লু কালারে বেছে নেওয়া যাবে। আর, পরেরটি অর্থাৎ প্লাস মডেলটি - চারকোল এবং রেড কালার ভ্যারিয়েন্টে এসেছে। লভ্যতার কথা বললে, নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৫ প্লাস ফোন দুটিকে শীঘ্রই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Nokia.com), ই-কমার্স প্ল্যাটফর্ম বা রিটেল আউটলেটের মাধ্যমে কেনা যাবে।

Nokia 105, 105 Plus ফিচার ফোনের স্পেসিফিকেশন, ফিচার

প্রথমেই আসা যাক নোকিয়া ১০৫ ফোনের ফিচার প্রসঙ্গে। এতে একটি ১.৭৭ ইঞ্চির QQVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে এস৩০+ পাওয়া যাবে। আর স্টোরেজের ক্ষেত্রে, উক্ত ডিভাইসে ৪ এমবি র‌্যাম এবং ৪ এমবি রম বর্তমান৷ তবে মেমরি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টভিটির জন্য নোকিয়ার এই ফিচার ফোনে, ২জি (2G), ১টি মাইক্রো ইউএসবি পোর্ট এবং ১টি ৩.৫মিমি হেডফোন জ্যাক রয়েছে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৮০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহযোগে এসেছে। Nokia 105 ফোনের পরিমাপ ১৪.৩x১১৫.২x৪৯.৯ মিমি এবং ওজন ৭০ গ্রাম।

অন্যদিকে, Nokia 105 Plus ফোনের বিশেষত্বের কথা বললে, এতে অডিও কল রেকর্ডিং ফিচার এবং এমপি৩ (MP3) প্লেয়ার সাপোর্ট করে। আবার এই ফোনে একটি ছোট LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা একক চার্জে ১৮ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ১২ ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে বলে দাবি করেছে নোকিয়া।

ফলে সামান্য তারতম্য ছাড়াও, আলোচ্য ফোন দুটির মধ্যে বেশ কয়েকটি ফিচারগত সাদৃশ্য বর্তমান। যেমন উভয় ফোনের বডি পলিকার্বোনেট মেটেরিয়াল দিয়ে তৈরী। একই সাথে, নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৫ প্লাস ফোন দুটিতে একটি টি৯ (T9) কী-প্যাড, ২০০০টি কন্টাক্টস এবং ৫০০টি এসএমএস স্পেস পাওয়া যাবে। অতিরিক্ত ফিচার হিসাবে উক্ত ফোন-দ্বয়ে, বিল্ট-ইন LED টর্চ, ওয়্যারলেস এফএম রেডিও এবং একাধিক ক্লাসিক গেম সাপোর্ট করে। পরিশেষে সংস্থার বিবৃতি অনুসারে, নবাগত Nokia 105 এবং Nokia 105 Plus ফিচার ফোনকে পুরো ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ নিয়ে আসা হয়েছে।

Show Full Article
Next Story