Nokia 106 4G ও Nokia 110 4G ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার দেখতে পারবেন YouTube

চলতি বছরের প্রথমার্ধে Nokia ভারতের বাজারে - Nokia 106 4G এবং Nokia 110 4G নামের দুটি নতুন ফিচার ফোনের ঘোষণা করেছিল।...
techgup 13 Dec 2023 10:02 PM IST

চলতি বছরের প্রথমার্ধে Nokia ভারতের বাজারে - Nokia 106 4G এবং Nokia 110 4G নামের দুটি নতুন ফিচার ফোনের ঘোষণা করেছিল। সাশ্রয়ী মূল্যের এই দুটি ফোনে একাধিক কার্যকরী ফিচার উপস্থিত। এখন সংস্থাটি, তাদের এই বিদ্যমান ফিচার ফোন-দ্বয়ে আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার অন্তর্ভুক্ত করার কথা নিশ্চিত করলো। জানা গেছে Nokia 106 4G এবং 110 4G উভয় মডেলেই YouTube Shorts এবং আটটি নতুন ক্লাউড অ্যাপের সুবিধা অফার করা হবে। সংস্থার দাবি অনুসারে, আসন্ন আপডেটের ফলে উল্লেখিত ফিচার ফোনগুলি আরো ভালো অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স প্রদানে সক্ষম হবে।

নোকিয়া, তাদের নোকিয়া ১০৬ ৪জি এবং নোকিয়া ১১০ ৪জি উভয় ফোনের ভারতীয় সংস্করণের জন্য ইউটিউব শর্ট অ্যাপ নিয়ে আসার ঘোষণা করেছে। যার দরুন ব্যবহারকারীরা এই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ল্যাগ এবং ফ্রিজ সংক্রান্ত সমস্যা ছাড়াই স্বাচ্ছন্দ্যের সাথে শর্ট ভিডিও দেখতে পারবেন৷ তবে এই সুবিধা উপভোগের জন্য ব্যবহারকারীদের প্রথমে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করা আবশ্যক বলে জানা গেছে৷

নোকিয়া উল্লেখিত ফিচার ফোন দুটির সাথে অতিরিক্তভাবে আটটি নতুন ক্লাউড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে দেবে বলেও নিশ্চিত করেছে। এই তালিকায় সামিল রয়েছে - বিবিসি হিন্দি (BBC Hindi), সোকোবান (Sokoban) এবং ২০৪৮ (2048), টেট্রিস (Tetris) -এর মতো জনপ্রিয় গেম। সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে যে, উল্লেখিত সুযোগ-সুবিধা ছাড়াও - খবর, আবহাওয়ার সম্পর্কিত আপডেট, ক্রিকেট স্কোর ইত্যাদির অ্যাক্সেসও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে মেনু থেকে ক্লাউড আইকনে ট্যাপ করে ফিচারগুলি দ্রুত অ্যাক্সেস করা সম্ভব হবে।

এইচএমডি গ্লোবাল মালিকাধীন সংস্থাটি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে Nokia 110 4G ফিচার ফোনের জন্য ওভার-দ্য-এয়ার (OTA) সফ্টওয়্যার আপডেট রোলআউট করার কাজ শুরু করা হবে।

প্রসঙ্গত, Nokia 106 4G এবং Nokia 110 4G উভয় ফোনই এখন অনলাইন টাকা লেনদেনের জন্য ইউপিআই স্ক্যান এবং পে ফিচার সমর্থন করে। ফলে এবার ইউটিউব শর্ট এবং নতুন ক্লাউড অ্যাপ্লিকেশনগুলি যুক্ত করা হলে ব্যবহারকারীরা দুর্দান্ত মোবাইল এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন।

Show Full Article
Next Story