ফিচার ফোন খুঁজছেন? নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) ও নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) লঞ্চ হল
Nokia 108 4G Nokia 125 4G (2024) - নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) ও নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) উভয় ফিচার ফোনে ১২৮ এমবি র্যাম এবং ৬৪ এমবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
এইচএমডি গ্লোবাল আজ নোকিয়া ব্র্যান্ডিংয়ের আরও দুটি ফিচার ফোন নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) এবং নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) লঞ্চ করেছে। এরমধ্যে নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) ফোনে সদ্য লঞ্চ হওয়া নোকিয়া ১১০ ৪জি (২০২৪) এর ফিচার পাওয়া যাবে। আর নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) মডেলে এর আগের মডেলের মতো ফিচার উপস্থিত। এই ফোনে রয়েছে ২ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে। ফোনটির দাম এখনো প্রকাশ করা হয়নি। উভয় ফোনের বিশেষত্বের কথা বললে, ৪জি কানেক্টিভিটির পাশাপাশি এগুলিতে ১২৮ এমবি র্যাম ও ৬৪ এমবি স্টোরেজ রয়েছে।
নোকিয়া ১০৮ ৪জি ২০২৪ ও নোকিয়া ১২৫ ৪জি ২০২৪: দাম ও কালার ভ্যারিয়েন্ট
নোকিয়ার নতুন দুই ফিচার ফোনের দাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) ব্ল্যাক এবং সায়ান কালার সহ এসেছে। অন্যদিকে নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) টাইটানিয়াম এবং ব্লু কালার সহ পাওয়া যাবে।
নোকিয়া ১০৮ ৪জি ২০২৪ ও নোকিয়া ১২৫ ৪জি ২০২৪: স্পেসিফিকেশন ও ফিচার
নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) ও নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) উভয় ফিচার ফোনে ১২৮ এমবি র্যাম এবং ৬৪ এমবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে বাড়ানো যাবে। আবার এগুলিতে এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার এবং প্রিয় স্নেক গেম পাওয়া যাবে।
ফোন দুটির ডিজাইন সাধারণ রাখা হয়েছে। ফলে বয়স্করাও এগুলি ব্যবহার করতে পারবে। এদের সাহায্যে কলিং, টেক্সটিং এবং গান শোনার মতো কাজগুলি সহজেই করা যাবে। চার্জিংয়ের জন্য ফিচার ফোন দুটিতে রয়েছে ইউএসবি-সি চার্জিং পোর্ট। যারা সাশ্রয়ী মূল্যের মধ্যে কিপ্যাড ফোন কিনতে চান এবং ২জির বদলে ৪জি নেটওয়ার্ক ব্যবহার করতে চান, তারা ডিভাইস দুটির কোনো একটি বেছে নিতে পারেন।
Nokia 108 4G Nokia 125 4G (2024) - নোকিয়া ১০৮ ৪জি (২০২৪) ও নোকিয়া ১২৫ ৪জি (২০২৪) উভয় ফিচার ফোনে ১২৮ এমবি র্যাম এবং ৬৪ এমবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।