Nokia 110 4G 2024 Launched

নোকিয়া ১১০ ৪জি ২০২৪ বাজেটের মধ্যে চমৎকার ফিচার সহ লঞ্চ হল, স্নেক গেম সহ পাবেন দীর্ঘ ব্যাটারি লাইফ

Nokia 110 4G 2024 Launched - নোকিয়া ১১০ ৪জি ২০২৪ এর দাম নিয়ে এইচএমডি গ্লোবাল এখনও কিছু জানায়নি। এর আগের অর্থাৎ নোকিয়া ১১০ ৪জি ২০২৩ এর ভারতে দাম রাখা হয়েছিল ২,৩৯৯ টাকা।

Ankita Mondal 29 Oct 2024 10:21 AM IST

এইচএমডি গ্লোবাল আরও একটি নোকিয়া ব্র্যান্ডিং সহ ফিচার ফোন লঞ্চ করল। এর নাম নোকিয়া ১১০ ৪জি ২০২৪। এই ফোনে আছে ৪জি কানেক্টিভিটি সহ ২ ইঞ্চি ডিসপ্লে। ফিচার ফোনের ক্ষেত্রে এই ডিসপ্লে সাইজ আদর্শ। আর নোকিয়া ১১০ ৪জি ২০২৪ (Nokia 110 4G 2024) এফএম রেডিও, ক্ল্যাসিক স্নেক গেম, ১,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ এমবি স্টোরেজ সহ এসেছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নোকিয়া ১১০ ৪জি ২০২৪ এর দাম ও উপলব্ধতা

নোকিয়া ১১০ ৪জি ২০২৪ এর মূল্য ও লভ্যতা নিয়ে এইচএমডি গ্লোবাল এখনও কিছু জানায়নি। এর আগের অর্থাৎ নোকিয়া ১১০ ৪জি ২০২৩ এর ভারতে দাম রাখা হয়েছিল ২,৩৯৯ টাকা। আশা করা যায়, নতুন মডেলের দাম আশেপাশেই থাকবে।

নোকিয়া ১১০ ৪জি ২০২৪: স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া ১১০ ৪জি ২০২৪ ফিচার ফোনে আছে ২ ইঞ্চি টিএফটি এলসিডি স্ক্রিন। নাম দেখেই বুঝতে পারছেন যে এতে ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। আর এতে ১২৮ এমবি র‌্যাম ও ৬৪ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ ব্যবহার করে আপনি ফোন নম্বর ও মেসেজ সেভ রাখতে কারবেন। নোকিয়ার এই ফিচার ফোনে ১০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ধরে ব্যাকআপ দেবে।

আবার এতে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট উপস্থিত। ফলে বর্তমান সময়ের যেকোনো চার্জার ব্যবহার করে চার্জ দেওয়া যাবে। কলিংয়ের জন্য নোকিয়া ১১০ ৪জি ২০২৪ হ্যান্ডসেটে এইচডি ভয়েস কলিং টেকনোলজি উপস্থিত। আর এই ফিচার ফোন দিয়ে কেবল কলিং ও মেসেজ পাঠানো যাবে না, বরং এর মাধ্যমে ক্যামেরা দিয়ে ছবি তোলা, এফএম শোনা, ক্ল্যাসিক স্নেক গেম খেলা যাবে। ডিভাইসটিতে বড় কীপ্যাড দেওয়া হয়েছে, যা দ্রুত কাজ করে।

উল্লেখ্য, ফিচার ফোন সবাই এখন ব্যবহার করেন না। সেকেন্ডারি ডিভাইস বা বয়স্ক মা-বাবার জন্য কেউ কেউ এই ধরনের ডিভাইস কিনে থাকে। নোকিয়ার এই ফিচার ফোনটি মূলত তাদের জন্যেই আনা হয়েছে।

Show Full Article
Next Story