Nokia নস্টালজিয়া ফিরিয়ে নব রূপে ফ্লিপ ফোন বাজারে আনল, দাম জেনে নিন

নোকিয়া মোবাইল (Nokia Mobile) ফিচার ফোনের বাজারে এখনও যথেষ্ট সুপ্রসিদ্ধ ব্র্যান্ড। সংস্থাটি প্রায়ই বাজারে নিত্যনতুন বেসিক হ্যান্ডসেট নিয়ে হাজির হয়। গত বছর জুলাই মাসে ব্র্যান্ডটি…

নোকিয়া মোবাইল (Nokia Mobile) ফিচার ফোনের বাজারে এখনও যথেষ্ট সুপ্রসিদ্ধ ব্র্যান্ড। সংস্থাটি প্রায়ই বাজারে নিত্যনতুন বেসিক হ্যান্ডসেট নিয়ে হাজির হয়। গত বছর জুলাই মাসে ব্র্যান্ডটি Nokia 2660 Flip নামে একটি আকর্ষণীয় ডুয়েল স্ক্রিন যুক্ত ফিচার ফোন লঞ্চ করেছিল। এটি প্রাথমিকভাবে ব্ল্যাক, ব্লু ও রেড কালারে উপলব্ধ ছিল। তবে, এখন নোকিয়া আনুষ্ঠানিকভাবে Nokia 2660 Flip ফোনকে দুটি নতুন চিত্তাকর্ষক রঙে পুনরায় লঞ্চ করেছে। নতুন কালার ভ্যারিয়েন্টগুলি হল পপ পিঙ্ক এবং গ্রিন। আসুন এই নতুন ভ্যারিয়েন্টগুলির দাম সহ অন্যান্য তথ্যগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Nokia 2660 Flip-এর বৈশিষ্ট্য

নতুন নোকিয়া ২৬৬০ ফ্লিপ-এর পিঙ্ক এবং গ্রিন অপশন ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে উপলব্ধ৷ নতুন মডেলগুলিতে এর আগের ভার্সনের তুলনায় সেভাবে কোনও পরিবর্তন করা হয়নি। এই হ্যান্ডসেটটি ৪জি কানেক্টিভিটি অফার করে। এর পাশাপাশি, এতে ২.৮ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং একটি ১.৭৭ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে সহ ডুয়েল-ডিসপ্লে সেটআপ দেখা যায়। ফোনটা ইউনিসক টি১০৭ চিপসেট দ্বারা চালিত এবং ব্লুটুথ ৪.২, ওয়্যারলেস এফএম রেডিও ও একটি এমপি৩ প্লেয়ার সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনটিতে ১,৪৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একটি মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। ফোনটিতে একটি ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশ এবং পাঁচটি কনট্যাক্ট পর্যন্ত দ্রুত কল করার জন্য একটি ইমারজেন্সি বাটন রয়েছে।

Nokia 2660 Flip-এর দাম ও লভ্যতা

ভারতে Nokia 2660 Flip-এর দাম ৪,৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। দুটি নতুন কালার অপশন তরুণ প্রজন্মকে আরও আকর্ষণ করবে বলেই অনুমান। দেশের বাজারে নতুন রঙের বিকল্পগুলি কবে লঞ্চ হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন