Nokia 3210: নস্টালজিয়া ফিরিয়ে দীর্ঘ 25 বছর পর আধুনিক রূপে লঞ্চ হল নোকিয়ার ক্লাসিক ফোন

Nokia 3210 (2024) নামে একটি ফিচার ফোন বাজারে আনলো এইচএমডি গ্লোবাল (HMD Global)। এটি আসলে ২৫ বছর আগের ক্লাসিক Nokia 3210 মডেলের একটি রিফ্রেশ করা…

Nokia 3210 (2024) নামে একটি ফিচার ফোন বাজারে আনলো এইচএমডি গ্লোবাল (HMD Global)। এটি আসলে ২৫ বছর আগের ক্লাসিক Nokia 3210 মডেলের একটি রিফ্রেশ করা সংস্করণ, যা নতুন বৈশিষ্ট্যের সাথে এসেছে। সম্প্রতি এইচএমডি গ্লোবাল আরও তিনটি নোকিয়া ফিচার ফোন উন্মোচন করেছে, এগুলি হল – Nokia 215, Nokia 225 এবং Nokia 235। নতুন Nokia 3210 (2024) এই মডেলগুলির মতোই স্পেসিফিকেশন অফার করে, কিন্তু এর নস্টালজিক ডিজাইন এবং কালার অপশনগুলি ভিন্ন। আসুন ফোনটির সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Nokia 3210: স্পেসিফিকেশন এবং ফিচার

নতুন নোকিয়া ৩২১০ ফোনে ২.৪ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা কিউভিজিএ (QVGA) রেজোলিউশন অফার করে। এটিতে একটি এলইডি ফ্ল্যাশ সহ একটি ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটি এস৩০ প্লাস (S30+) সিস্টেমে কাজ করে। নতুন নোকিয়া ফোনটি ইউনিএসওসি টি১০৭ চিপসেটে চলে, যার সাথে ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি স্টোরেজ যুক্ত রয়েছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্ষমতা ৩২ জিবি পর্যন্ত প্রসারিত করা সম্ভব।

কানেক্টিভিটির জন্য, নোকিয়া ৩২১০ ডিভাইসটি ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে এবং এতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জ করার জন্য ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই নোকিয়া হ্যান্ডসেটে একটি রিমুভেবল ১,৪৫০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে, যা ৯.৮ ঘন্টা টকটাইম প্রদান করতে সক্ষম। ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার, ক্লাসিক স্নেক গেম। উল্লেখযোগ্যভাবে, নোকিয়া ৩২১০ হ্যান্ডসেটে ইউটিউব শর্টস, নিউজ ও ওয়েদার আপডেটের মতো ক্লাউড অ্যাপগুলিতে অ্যাক্সেস মিলবে।

Nokia 3210: মূল্য এবং লভ্যতা

৮৯ ইউরো (প্রায় ৮,০০০ টাকা) মূল্যের নোকিয়া ৩২১০ ফিচার ফোনটি বর্তমানে জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্যে উপলব্ধ। এটি শীঘ্রই ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকা, ভারত, মধ্যপ্রাচ্য এবং নির্বাচিত এশিয়া-প্যাসিফিক (APAC) দেশগুলি সহ একাধিক অঞ্চলে উন্মোচন করার পরিকল্পনা করছে সংস্থা৷ ফোনটিকে গ্রাঞ্জ ব্ল্যাক, ওয়াই২কে গোল্ড এবং সুব্বা ব্লু – এই কালার অপশনগুলিতে বেছে নেওয়া যাবে।