বিরক্তিকর বিজ্ঞাপন দেখতে হবে না, Nokia G11 Plus কম দামে সেরা অভিজ্ঞতা দেবে

নোকিয়া (Nokia) ব্র্যান্ডের লাইসেন্সধারী ফিনল্যান্ড-ভিত্তিক ইলেকট্রনিক্স নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global) কয়েক মাস...
Ananya Sarkar 6 Oct 2022 5:14 PM IST

নোকিয়া (Nokia) ব্র্যান্ডের লাইসেন্সধারী ফিনল্যান্ড-ভিত্তিক ইলেকট্রনিক্স নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global) কয়েক মাস আগে, বিশ্বের একাধিক দেশের বাজারে বাজেট রেঞ্জের Nokia G11 Plus ফোনটি লঞ্চ করেছে। শোনা যাচ্ছিল এটি শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে। সেই মতো এখন, নোকিয়া লঞ্চের তারিখ প্রকাশ না করেই এদেশের বাজারের জন্য Nokia G11 Plus-এর একটি টিজার প্রকাশ করেছে। চলুন প্রোমোশনাল টিজারটি থেকে ভারতে আসন্ন নয়া নোকিয়া ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Nokia G11 Plus ভারতে আসছে অবাঞ্ছিত বিজ্ঞাপন এবং কোনও ব্লোটওয়্যার ছাড়াই

নোকিয়া তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Nokiamobilein) "সে নো টু পপ-আপস্" ট্যাগলাইন সহ নতুন নোকিয়া জি১১ প্লাসের টিজারটি পোস্ট করেছে। ব্র্যান্ড ক্যাপশনে এটিকে আরও বিশদভাবে বর্ণনা করেছে, যা ইঙ্গিত করে যে তাদের এই আপকামিং ডিভাইসে কোনও ধরনের ব্লোটওয়্যার, বিজ্ঞাপন ইত্যাদি থাকবে না যা সাধারণত বাজেট-রেঞ্জের স্মার্টফোনে দেখা যায়। ব্র্যান্ডের জন্য এটি একটি প্লাস পয়েন্ট হতে পারে, যদি তারা বাজেটের মধ্যে ব্যবহারকারীদের একটি স্বচ্ছ সফ্টওয়্যার অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হয়। যেহেতু এই স্মার্টফোনটি ইতিমধ্যেই বিশ্বের বেশকিছু বাজারে আত্মপ্রকাশ করেছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

নোকিয়া জি১১ প্লাস-এর স্পেসিফিকেশন - Nokia G11 Plus Specifications

নোকিয়া জি১১ প্লাস-এ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ ওয়াট টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিসপ্লে প্যানেলে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেখা যায়। ডিভাইসটি মালি জি৫৭ জিপিইউ সহ ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। ডিভাইসটি স্টক অ্যান্ড্রয়েড ১২-এ রান করে এবং সংস্থা নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে হ্যান্ডসেটটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে- অ্যান্ড্রয়েড ১৩ এবং অ্যান্ড্রয়েড ১৪।

ফোটো ও ভিডিওগ্রাফির জন্য, Nokia G11 Plus-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি শ্যুটার সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia G11 Plus ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যা একটি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। এই ব্যাটারিটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সাপোর্ট করে। এছাড়াও, এই নোকিয়া ফোনে মিলবে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ওজেডও (OZO) অডিও সাপোর্ট।

Show Full Article
Next Story