Nokia তাদের এই স্মার্টফোনে অবশেষে Android 12 আপডেট দিল

Nokia তাদের G সিরিজের অধীনে যতগুলি হ্যান্ডসেট বাজারে এনেছে, তাদের মধ্যে একমাত্র G11 এবং G21 মডেল দু’টি Android 12 আপগ্রেড পাওয়া থেকে বঞ্চিত ছিল। তবে…

Nokia তাদের G সিরিজের অধীনে যতগুলি হ্যান্ডসেট বাজারে এনেছে, তাদের মধ্যে একমাত্র G11 এবং G21 মডেল দু’টি Android 12 আপগ্রেড পাওয়া থেকে বঞ্চিত ছিল। তবে এখন আয়তকার ক্যামেরা মডিউলের সংস্থাটির প্রথম সাশ্রয়ী মূল্যের ফোন Nokia G21 অপেক্ষার অবসান ঘটিয়ে Android 12 আপডেট পেতে শুরু করেছে।

উল্লেখ্য, হালে এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের দ্বাদশ সংস্করণে আপগ্রেড হওয়ার খবর সামনে এসেছিল। তবে সেটা একটি দেশে হাতেগোনা ক’জন ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছিল। এবার বিভিন্ন দেশে বৃহত্তর ভাবে রোলআউট করছে নোকিয়া।

বিভিন্ন Nokia G21 ব্যবহারকারহারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বলছে, Android 12 আপডেট এখন অস্ট্রিয়া বাহারিন, মিশর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, ইরান, ইরাক, জর্ডন, লাটভিয়া, লেবানন, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, নরওয়ে, ওমান, কাতার, সৌদি আরব, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, এবং সংযুক্ত আরব আমিরশাহিতে লাইভ হয়েছে।

জার্মানিতে এক ইউজারের পোস্ট করা স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, আপডেটের সাইজ ২.৩ জিবি। এতে সেপ্টেম্বরের সিকিউরিটি প্যাচও অর্ন্তভুক্ত। তবে আপগ্রেড করার পর বেশ কয়েকজন ব্যবহারকারী বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন৷ যেমন ব্যাটারি লাইফ কমে যাওয়া এবং অ্যাডোবি স্ক্যান এবং স্পটিফাই অ্যাপ নিয়ে কিছু সমস্যা।

উল্লেখ্য, Nokia G21 লঞ্চ হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। স্পেসিফিকেশনের কথা বললে, এটি  ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা, ৩ জিবি/ ৪ জিবি/ ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০৫০ এমএএইচ ব্যাটারি-সহ এসেছে।