প্রকাশ্যে Nokia-র নতুন মোবাইলের চিপসেটের নাম, সস্তা ফোনের এবার ভাল পারফরম্যান্স

নোকিয়া বর্তমান তাদের G-সিরিজের অধীনে আসন্ন Nokia G22 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।...
Ananya Sarkar 11 Feb 2023 1:43 PM IST

নোকিয়া বর্তমান তাদের G-সিরিজের অধীনে আসন্ন Nokia G22 স্মার্টফোনটি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। হ্যান্ডসেটটির সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন, Nokia G21-এর এই উচ্চ-প্রত্যাশিত উত্তরসূরিটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা গেছে। যথারীতি সাইটের তালিকাটি Nokia G22-এর প্রসেসর, র‍্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্যগুলি প্রকাশ্যে এনেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Nokia G22-কে দেখা গেল Geekbench-এর সাইটে

নোকিয়া জি২২ ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে এবং এই তালিকাটি প্রকাশ করেছে যে, এটি ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত হবে এবং চিপসেটের সাথে মালি-জি৫৭ জিপিইউ এবং ৪ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। এছাড়া, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, নোকিয়া জি২২ গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ৩০৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,০৯৪ পয়েন্ট স্কোর করেছে। এটির স্পেসিফিকেশন বিবেচনা করে একটি বাজেট স্মার্টফোনের জন্য এটি বেশ ভালো স্কোর।

জানিয়ে রাখি, গতবছর ফেব্রুয়ারি লঞ্চ হওয়া নোকিয়া জি২২-এর পূর্বসূরি জি২১-এ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার-ড্রপ-আকৃতির নচ রয়েছে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়াও, এতে মাইক্রোএসডি সাপোর্ট, ট্রিপল-ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ এবং একটি ম্যাক্রো ক্যামেরা ইউনিট) এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, নোকিয়া জি২১-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভারতে এই ফোনটি ১২,৯৯৯ টাকায় উপলব্ধ এবং এটি ডাস্ক এবং নর্ডিক ব্লু কালারে পাওয়া যাচ্ছে।

সুতরাং, এটা স্পষ্ট যে G21-এর উত্তরসূরি হিসাবে Nokia G22 অনেক কিছুই অফার করতে পারে। তবে, গিকবেঞ্চ তালিকার ওপর ভিত্তি করে বলা যায়, ফোনটির কার্যক্ষমতা অসাধারণ কিছু নয়। যদিও, এখনও এই নোকিয়া হ্যান্ডসেটটির বিষয়ে বেশি কিছু জানা যায়নি, তবে যেহেতু এটি গিকবেঞ্চে উপস্থিত হয়েছে, তাই শীঘ্রই Nokia G22 সম্পর্কিত আরও তথ্য অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story
Share it