একলাফে বাড়বে ব্যাটারি লাইফ, Nokia G42 5G ফোনে চলে এল Android 14 আপডেট

Nokia G42 5G ফোনের জন্য Android 14 আপডেট নিয়ে এল HMD Global। নতুন আপডেটের সাথে একাধিক ফিচার পাওয়া যাবে। পাশাপাশি কিছু...
techgup 24 Jan 2024 10:09 AM IST

Nokia G42 5G ফোনের জন্য Android 14 আপডেট নিয়ে এল HMD Global। নতুন আপডেটের সাথে একাধিক ফিচার পাওয়া যাবে। পাশাপাশি কিছু সমস্যার সমাধানও করা হয়েছে। Nokia G42 5G এর জন্য আসা এই আপডেটের সাইজ ২.৬৮ জিবি। আর এর সাথে ডিসেম্বর ২০২৩ এর সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

Nokia G42 5G ফোনের নতুন আপডেট এই পরিবর্তন আনবে

হেলথ ডেটা ম্যানেজমেন্ট: নোকিয়া জি৪২ ৫জি ফোনে এখন আরও ভালোভাবে হেলথ ডেটা দেখা যাবে। ফলে ভালোভাবে স্বাস্থ্যের খেয়াল রাখা যাবে।

অ্যাপ ডেটা পারমিশন: নতুন আপডেট আরও ভালোভাবে অ্যাপ ডেটা পারমিশন সম্পর্কে জানাবে। এখন থেকে শুধু গ্র্যান্ট বা ডেনিইং (অস্বীকার) করলেই চলবে।

ব্যাটারি লাইফ বাড়বে: নোকিয়া জি৪২ ৫জি ফোনের ব্যাটারি ব্যাকআপ আরও উন্নত করবে নতুন আপডেট। আবার ফুল চার্জ হলে কতক্ষণ চলবে তা জানা যাবে।

কাস্টমাইজ অপশন পাওয়া যাবে: নতুন লক স্ক্রিন, টেমপ্লেট, মনোক্রোমেটিক থিম, আল্ট্রা এইচডিআর ইমেজ অপশন কাস্টমাইজ করা যাবে।

Nokia G42 5G ফোনের ফিচারের কথা বললে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Nokia G42 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story