সুখবর, মিড রেঞ্জে Nokia G42 5G ভারতে আসছে, থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি

একটি নতুন Nokia ব্র্যান্ডেড স্মার্টফোনকে চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে৷ HMD গ্লোবাল-মালিকানাধীন উক্ত...
SUPARNA 5 Sept 2023 2:46 PM IST

একটি নতুন Nokia ব্র্যান্ডেড স্মার্টফোনকে চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে৷ HMD গ্লোবাল-মালিকানাধীন উক্ত স্মার্টফোন নির্মাতাকে হালফিলে, তাদের আধিকারিক X অ্যাকাউন্ট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি টিজার ভিডিও পোস্ট করতে দেখা গেছে৷ যেখানের স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে, আগামী পরশু অর্থাৎ ৬ই সেপ্টেম্বর একটি নতুন স্মার্টফোন এদেশের বাজারে পা রাখতে চলেছে। যদিও ডিভাইসটির নাম টিজারে নিশ্চিত করা হয়নি। তবে ভিডিওটি, আসন্ন এই স্মার্টফোনের ডিজাইনের আভাস দিয়েছে এবং পাশাপাশি এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে।

চলতি সপ্তাহে ভারতের বাজারে একটি নতুন 5G-এনাবল স্মার্টফোনে লঞ্চ করার ঘোষণা করল Nokia

X প্ল্যাটফর্মে নোকিয়ার পোস্ট করা লেটেস্ট ভিডিও টিজার অনুসারে, একটি নতুন নোকিয়া ব্র্যান্ডেড স্মার্টফোন আগামী ৬ই সেপ্টেম্বর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে৷ এই ভিডিওটি আরো নিশ্চিত করেছে যে, আসন্ন এই হ্যান্ডসেট আর্গোনমিক গ্রিপ যুক্ত কার্ভড এজ সহ আসবে এবং ৫জি কানেক্টিভিটি অফার করবে। এছাড়া ডিভাইসটির নাম বা অন্যান্য ফিচার সম্পর্কিত আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি ভিডিও -তে।

https://twitter.com/NokiamobileIN/status/1697829223749333328

আমাদের অনুমান, যে স্মার্টফোনকে টিজার পোস্টারে দেখানো হয়েছে তা হল Nokia G42 5G। কেননা এই মডেলটি সংস্থার 'লেটেস্ট ৫জি অফারিং' হিসাবে সম্প্রতি ইউরোপীয় বাজারে লঞ্চ হয়েছে। সর্বোপরি এতেও কার্ভড এজ বডি ডিজাইন লক্ষ্যণীয়। ফলে আশা করা যেতেই পারে যে Nokia G42 5G এবার ভারতে আসছে। যদি আমাদের এই অনুমান সত্যি হয় তবে এই ৫জি ডিভাইসটি মিড-রেঞ্জের অধীনে আসবে এবং ইউরোপীয় সংস্করণের অনুরূপ ফিচার অফার করবে। নিচে উক্ত ফোনটির ফিচার তালিকা বিশদে আলোচনা করা হল -

Nokia G42 5G এর স্পেসিফিকেশন

নোকিয়া জি৪২ ৫জি স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ লেভেল দ্বারা সুরক্ষিত এবং ২০:৯ এসপেক্ট রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো জিপিইউ এবং শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ চিপসেট ব্যবহার করা হয়েছে। আঞ্চলিক ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে এতে ৪ জিবি বা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ উপলব্ধ করা হবে। ডিভাইসটি নিয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে৷

ক্যামেরা বিভাগের কথা বললে, Nokia G42 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ শ্যুটার। হ্যান্ডসেটের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ডুয়াল-সিম স্লট, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস / এ-জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলিও, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, 4G VoLTE এবং 5G (n1, n2, n3, n5, n7 , n8, n28, n40, n41 (Full), n66, n77, n78) সামিল থাকছে। এছাড়া সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এটি IP52 রেটিং প্রাপ্ত।

Show Full Article
Next Story