Nokia X30 5G: চীনা সংস্থাদের টেক্কা দেওয়ার লক্ষ্যে নোকিয়া ভারতে তার প্রথম 5G ফোন লঞ্চ করতে চলেছে
গত বছর সেপ্টেম্বর মাসে নোকিয়া গ্লোবাল মার্কেটে তাদের Nokia X30 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই হ্যান্ডসেটটি বিশ্ববাজারে...গত বছর সেপ্টেম্বর মাসে নোকিয়া গ্লোবাল মার্কেটে তাদের Nokia X30 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই হ্যান্ডসেটটি বিশ্ববাজারে পা রাখার পর, ভারতের বাজারে এটির লঞ্চ নিয়ে জল্পনা শুরু হয়। আর এখন কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, ডিভাইসটি শীঘ্রই ভারতে আসতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় নোকিয়া ইন্ডিয়ার এক এক্সিকিউটিভ Nokia X30 5G-এর ভারতে আসার বিষয়টি ঘোষণা করেছেন। তবে এটি কবে লঞ্চ হবে, সেসম্পর্কে কিছু খোলসা করেননি তিনি। আসুন তাহলে আপকামিং Nokia X30 5G-এর ভারতীয় ভ্যারিয়েন্টটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Nokia X30 5G শীগ্রই আসছে ভারতের বাজারে
নোকিয়া ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সন্মিত এস কোচ্চার সম্প্রতি টুইট করে জানিয়েছেন যে, নোকিয়া এক্স৩০ ৫জি ফোনটি শীঘ্রই এদেশের বাজারে প্রবেশ করবে। এই হ্যান্ডসেটের ভারতীয় ভ্যারিয়েন্টটি তার গ্লোবাল মডেলের মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি একটি পরিবেশ-বান্ধব স্মার্টফোন যা ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ৬৫ শতাংশ প্লাস্টিক দিয়ে তৈরি।
ডিভাইসটিতে ফুল-এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বর্তমান। অভ্যন্তরীণভাবে, নোকিয়া এক্স৩০ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত। এটি বিশ্ববাজারে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, Nokia X30 5G-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia X30 5G ছোট ৪,২০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সফ্টওয়্যারের ক্ষেত্রে, তিন বছরের ওএস আপগ্রেডের পাশাপাশি মাসিক সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে নোকিয়া। এই ফোনটি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং প্রাপ্ত। ভারতে এটাই হবে নোকিয়ার প্রথম ফাইভ-জি ফোন।