Nokia X30 5G: পুনর্ব্যবহৃত পদার্থ দিয়ে তৈরি পরিবেশবান্ধব ফোন, নোকিয়ার চমক দেখল গোটা দেশ
নোকিয়া (Nokia) আজ আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের X-সিরিজের লেটেস্ট স্মার্টফোন, Nokia X30 5G লঞ্চ করেছে। Nokia X30 5G এদেশে...নোকিয়া (Nokia) আজ আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের X-সিরিজের লেটেস্ট স্মার্টফোন, Nokia X30 5G লঞ্চ করেছে। Nokia X30 5G এদেশে ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে এবং স্মার্টফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত। এছাড়াও, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,২০০ এমএএইচ ব্যাটারি অফার করে। ফোনটির অন্যতম হাইলাইট হল এটি পুনর্ব্যবহৃত পদার্থ দিয়ে তৈরি। Nokia X30 5G-এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে Nokia X30 5G-এর মূল্য, উপলব্ধতা, সেলের তারিখ এবং লঞ্চ অফার
নোকিয়া এক্স৩০ ৫জি আইস হোয়াইট এবং ক্লাউডি ব্লু- এই দুই কালার অপশনে ভারতীয় বাজারে এসেছে। এর একমাত্র ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৮,৯৯৯ টাকা। ফোনটির প্রি-বুকিং আজ থেকে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে শুরু হবে। আর আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ভারতে বিক্রি শুরু হবে। নোকিয়ার ওয়েবসাইট থেকে নতুন এক্স৩০ ৫জি কিনলে, লঞ্চ অফারের অংশ হিসাবে ক্রেতারা ১,০০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও, ক্রেতারা এই হ্যান্ডসেটটির সাথে ২,৭৯৯ টাকা মূল্যের নোকিয়া কমফোর্ট ইয়ারবাড এবং ২,৯৯৯ টাকা মূল্যের একটি ৩৩ ওয়াট চার্জার পেতে পারেন।
Nokia X30 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
নোকিয়া এক্স৩০ ৫জি একটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ এসেছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে প্যানেলটি ৭০০ নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষাও অফার করে। ফোনের ফ্রেমটি ১০০% পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং পিছনের কভারটি ৬৫% পুনর্ব্যবহৃত প্লাস্টিকের দিয়ে তৈরি।
নোকিয়ার এই নতুন স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়। সফ্টওয়্যারের ক্ষেত্রে, নোকিয়া এক্স৩০ ৫জি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং এর ওপরে একটি স্টক অ্যান্ড্রয়েড ইউআই আছে। নোকিয়া তাদের এই ফোনের জন্য তিনটি ওএস আপগ্রেড ও তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
ফটোগ্রাফির জন্য, Nokia X30 5G-এর ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর ক্যামেরা মডিউলটিতে এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স বর্তমান। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia X30 5G-এ ৪,২০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, স্মার্টফোনটিতে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য, আইপি৬৭ (IP67) রেটিং রয়েছে। Nokia X30 5G-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।