ফাঁস হওয়া ডিজাইন আসল নাকি ভুয়ো? Nothing Phone 2 এর ছবি ঘিরে রহস্যময় ইঙ্গিত

লন্ডন ভিত্তিক স্টার্ট-আপ নাথিং জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য বাজারে তাদের দ্বিতীয় স্মার্টফোন,...
Ananya Sarkar 6 Jun 2023 3:04 PM IST

লন্ডন ভিত্তিক স্টার্ট-আপ নাথিং জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য বাজারে তাদের দ্বিতীয় স্মার্টফোন, Nothing Phone (2) লঞ্চ করবে বলে জানা গেছে। ফোনটির সঠিক লঞ্চ তারিখ এখনও কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে এর লঞ্চের আগেই, ব্র্যান্ডটি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি, কোম্পানি ঘোষণা করেছে যে Nothing Phone (2) বড় ব্যাটারি এবং Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে আসবে। এছাড়াও, নাথিংয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, ডিভাইসটি ভারতে তৈরি করা হবে। এমনকি গতকালই স্বনামধন্য টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার ওরফে অনলিক্স-এর সৌজন্যে Nothing Phone (2)-এর রেন্ডারও প্রকাশ্যে এসেছে। তবে এগুলি ফাঁস হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও (CEO) কার্ল পেই ছবিগুলিকে "ফেক" বা নকল বলে ইঙ্গিত করে টুইট করেছেন।

Nothing Phone (2)-এর ফাঁস হওয়া ছবি আসল নয়

ফাঁস হওয়া রেন্ডারগুলি থেকে জানা গেছে যে কিছু ছোটখাটো পরিবর্তন সহ নাথিং ফোন (২)-এ পূর্বসূরি ফোন (১)-এর মতো একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যাবে। তবে, এই রেন্ডারগুলি পোস্ট করার পরপরই, নাথিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল পেই তার একটি টুইটে শুধুমাত্র "ফেক" শব্দটি লিখে পোস্ট করেছেন। এই টুইটের মাধ্যমে, সিইও সম্ভবত ফাঁস হওয়া নাথিং ফোন (২) রেন্ডার ভুয়ো বলেই ইঙ্গিত করছেন।

এটি লক্ষণীয় যে, টিপস্টার যখন নাথিং ফোন (২)-এর রেন্ডারগুলি পোস্ট করেন, তখন তিনি দাবি করেছিলেন যে এগুলি একটি টেস্টিং স্টেজ ইউনিটের লাইভ ছবির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা সম্ভব যে অফিসিয়াল লঞ্চ না হওয়া পর্যন্ত ডিজাইনে কিছু ছোটখাটো পরিবর্তন দেখা যাবে।

প্রসঙ্গত, অনলিক্স দ্বারা শেয়ার করা রেন্ডারগুলিতে দেখা গেছে যে, Nothing Phone (2)-এর ডিসপ্লে জুড়ে স্লিম বেজেল এবং একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা গেছে। ক্যামেরা মডিউল ছাড়াও নাথিং ফোনের সিগনেচার, এলইডি লাইটের স্ট্রিপগুলিকে নতুন করে ডিজাইন করা হয়েছে।

এছাড়াও রেন্ডার অনুযায়ী, Phone (2)-এর ফ্রেমটি কিছুটা গোলাকার হবে, যার ফলে আরও আরামদায়ক গ্রিপ এবং একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। রিয়ার শেলের এলইডি ফ্ল্যাশটিকে ডুয়েল-এলইডি কনফিগারেশনে আপগ্রেড করা হয়েছে, সেইসাথে ওয়্যারলেস চার্জিং কয়েলে সম্ভবত উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, কারণ এতে একাধিক ছোট স্ট্রিপ দেখা গেছে৷ যদিও, এগুলির সত্যতা কতটা, তা-ই এখন একটি বড় প্রশ্ন।

উল্লেখ্য, Nothing Phone (2)-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। হ্যান্ডসেটের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আগেই জানানো হয়েছে। গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং অনুযায়ী, এটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম অফার করবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Nothing Phone (2) লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

Show Full Article
Next Story