ট্রান্সপারেন্ট ডিজাইন সহ এন্ট্রি নিচ্ছে Nothing Ear (2), থাকবে এএনসি ফিচার
Nothing, ২০২১ সালে Nothing Ear (1) নামে তাদের প্রথম প্রোডাক্ট বাজারে আনে, যা অভিনব ট্রান্সপারেন্ট ডিজাইন এবং এএনসি...Nothing, ২০২১ সালে Nothing Ear (1) নামে তাদের প্রথম প্রোডাক্ট বাজারে আনে, যা অভিনব ট্রান্সপারেন্ট ডিজাইন এবং এএনসি ফিচারের জন্য জনপ্রিয়তা লাভ করে। এবার সংস্থাটি Nothing Ear (1) ইয়ারফোনের উত্তরসূরী আনার প্রস্তুতি নিচ্ছে ,যা সম্ভবত আগামী ২২ মার্চ বাজারে আসতে চলেছে। ব্র্যান্ডের আপকামিং নতুন ডিভাইসটি হল Nothing Ear (2) ইয়ারবাড। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইতিমধ্যেই প্রোমোশনের জন্য এই ইয়ারবাডটি সম্পর্কে কিছু তথ্য সামনে আনা হয়েছে। যেখান থেকে আমরা এর ফিচার ও ডিজাইন সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপকামিং Nothing Ear (2) ইয়ারবাড সম্পর্কে কি কি জানা গেল।
Nothing Ear (2) ইয়ারবাডের ডিজাইন ও ফিচার (সম্ভাব্য)
টিপস্টার অনলিক্স (OnLeaks) টেক আউটলুক সাইটে আপকামিং নাথিং ইয়ার (২) ইয়ারবাড সম্পর্কিত কিছু তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, আসন্ন ইয়ারবাডটি ডিজাইনগত দিক থেকে এর পূর্বসূরীর সমতুল্য অর্থাৎ উন্নতমানের গ্রিপ ও প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশনের জন্য ইয়ারবাডটি স্টেম লাইক ডিজাইন এবং সিলিকন ইয়ারটিপ সহ আসতে চলেছে। তাছাড়া পূর্বসূরীর মতো নতুন ইয়ারবাডটি সেমি ট্রান্সপারেন্ট ডিজাইনের হবে। তাই এর আভ্যন্তরীণ যন্ত্রপাতি এবং ব্যাটারি সেল ট্রান্সপারেন্ট অংশ দিয়ে স্পষ্টত দৃশ্যমান থাকবে। সেই সঙ্গে প্রত্যেকটি ইয়ারবাডের দুধারে থাকবে মাইক্রোফোন কাটআউট এবং স্টেমে বিদ্যমান থাকবে ব্র্যান্ডের নাম। আবার এর চার্জিং কেসেও থাকবে সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন অর্থাৎ চার্জিং কেসের লিডটি ট্রান্সপারেন্ট হবে এবং নিচের অংশ হোয়াইট কালারের, যা ভেতরের যন্ত্রপাতিকে ঢাকা দিয়ে রাখবে।
উল্লেখিত রিপোর্ট অনুযায়ী, নয়া নাথিং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, প্রথম প্রজন্মের মডেলে ব্যবহৃত ১১.৬ এমএম ড্রাইভার সহই আসবে। তাছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাড একবার চার্জে ৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। আবার চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে আশা করা যাচ্ছে। শুধু তাই নয়, এর চার্জিং কেসে ফাস্ট চার্জিং এবং কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
তবে এখানেই শেষ নয়! আসন্ন ইয়ারফোনটি হাইব্রিড এএনসির মতো কিছু প্রিমিয়াম ফিচার সহ পারে। তাই আশা করা যায় ইয়ারফোনটি ব্যাকগ্রাউন্ডের শব্দ কমাতে পারবে। আবার অনুমান করা হচ্ছে ইয়ারবাডগুলি একই সময় দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্তি করার অনুমতি দেবে এবং পার্সোনালাইজড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। সবশেষে জানিয়ে রাখি, এর প্রতিটি ইয়ারবাডের ওজন হবে সাড়ে চার গ্রাম এবং জল ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারবাডগুলিতে দেওয়া হবে IP54 রেটিং।