Nothing Fold (1): ফোল্ডেবল ফোনের দুনিয়া বদলে দেবে নার্থিং, ইউনিক ডিজাইন সহ আনছে নতুন স্মার্টফোন

নার্থিং ফোল্ড (1) এর ব্যাক প্যানেলে চিরাচরিত গ্লিফ এলইডি লাইট দেখা যাবে। এতে হিঞ্জ ডিজাইন থাকবে। কোম্পানি হিঞ্জ ম্যাকানিজম নিয়ে অনেক পরীক্ষা করছে বলে এর আগে কার্ল পাই জানিয়েছিল।

Ankita Mondal 14 Dec 2024 10:56 AM IST

আপনি যদি Nothing এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখেন এবং মাঝে মাঝে চ্যানেলের ভিডিওগুলি দেখেন তাহলে নিশ্চয়ই জানেন যে, ব্র্যান্ডের সিইও কার্ল পাই ফোল্ডেবল ফোন তৈরির জন্য আগ্রহ দেখাতে শুরু করেছেন‌। যদিও এর ডিজাইন বা ফিচার সম্পর্কে কোনো ধারনা কার্ল পাই দেয়নি। তবে সম্প্রতি সংস্থার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Nothing Fold (1) এর কনসেপ্ট রেন্ডার ফাঁস হয়েছে এবং এখান থেকে আসন্ন ডিভাইসের ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা গেছে।

Nothing Fold (1) ফোনে থাকতে পারে নতুন গ্লিফ লাইট ও হিঞ্জ ডিসপ্লে

ইন্ড্রাস্ট্রিয়াল ডিজাইনার সারাং শেঠ নার্থিং ফোল্ড (1) এর কনসেপ্ট রেন্ডার শেয়ার করেছেন। এর আগেও তিনি অ্যাপল ম্যাকবুক সহ অন্যান্য অনেক টেক প্রোডাক্টের রেন্ডার রিলিজ করেছেন। শেঠের নতুন ফোল্ডেবল ফোনের রেন্ডার আসন্ন ডিভাইসের সামনে ও পিছনের ডিজাইন সামনে এনেছে।

এই রেন্ডার অনুযায়ী, নার্থিং ফোল্ড (1) এর ব্যাক প্যানেলে চিরাচরিত গ্লিফ এলইডি লাইট দেখা যাবে। এতে হিঞ্জ ডিজাইন থাকবে। কোম্পানি হিঞ্জ ম্যাকানিজম নিয়ে অনেক পরীক্ষা করছে বলে এর আগে কার্ল পাই জানিয়েছিল। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এছাড়া ট্রান্সপারেন্ট ডিজাইন সহ আসায় ফোনের যন্ত্রাংশ দেখা যাবে। আর সামনে ফ্লাট স্লিম ডিসপ্লে দেখা যাবে।‌ ডিসপ্লের চারপাশে হালকা বেজেল থাকবে।

স্পেসিফিকেশন ও দাম

ডিজাইনার Nothing Fold (1) এর স্পেসিফিকেশনও প্রকাশ করেছেন। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর ও 16 জিবি র‌্যাম দেওয়া হবে। এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও 5,500mAh ব্যাটারি থাকতে পারে। এই ডিভাইসে 15W Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ফোল্ডেবল ফোনের দাম রাখা হতে পারে 799 পাউন্ড, যা প্রায় 85,500 টাকার সমান।

Show Full Article
Next Story