Nothing Phone (2) লঞ্চের রেশ না কাটতেই চর্চায় নাথিং এর ফোল্ডেবল স্মার্টফোন, কবে আসবে বাজারে
বর্তমান সময়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে উদ্ভাবনের কথা উঠলেই, প্রথমে মাথায় আসে ফোল্ডেবল স্মার্টফোনের কথা। তবে স্টার্টআপ...বর্তমান সময়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে উদ্ভাবনের কথা উঠলেই, প্রথমে মাথায় আসে ফোল্ডেবল স্মার্টফোনের কথা। তবে স্টার্টআপ নাথিং (Nothing) এর প্রতিষ্ঠাতা এবং সিইও কার্ল পেই এই দাবির সাথে মোটেই একমত নন। তিনি এক সর্বভারতীয় সংবাদসংস্থার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফোল্ডেবল ডিভাইস সম্পর্কে তার মতামত এবং ভবিষ্যতে নাথিং ব্র্যান্ডের অধীনে ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করার তার নিজস্ব কোনও পরিকল্পনা আছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
Nothing-এর এখন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার কোনও পরিকল্পনা নেই
ইন্ডিয়া টুডেকে কার্ল পেই জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ফোল্ডেবল স্মার্টফোন প্রকাশ করার কোনও পরিকল্পনা তাদের নেই। তার এই সিদ্ধান্ত বহু প্রযুক্তিপ্রেমীকে অবাক করতে পারে, কারণ ইদানিং প্রায় সমস্ত ব্র্যান্ডগুলিই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে অধিক মনোযোগী হয়ে উঠেছে। ইতিমধ্যেই স্যামসাং (Samsung), হুয়াওয়ে (Huawei), মোটোরোলা (Motorola), টেকনো (Tecno), গুগল (Google) এবং শাওমি (Xiaomi)-এর মতো কোম্পানিগুলির ঝুলিতে অন্ততপক্ষে একটি হলেও ফোল্ডেবল ফোন রয়েছে। এদিকে, ওয়ানপ্লাস ওপেন নামে ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবলটির ওপর ওয়ানপ্লাস কাজ করছে বলে জানা গেছে। সেদিক থেকে বিচার করলে নাথিং একেবারেই ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।
কার্ল পেই-এর মতে, ফোল্ডেবলগুলি কোনও অত্যাবশ্যকীয় পণ্য নয়। তিনি বিশ্বাস করেন যে, ভাঁজযোগ্য স্মার্টফোনগুলি গ্রাহকদের প্রকৃত চাহিদা পূরণ করে না, বরং এটি এমন একটি উদ্ভাবন যা নির্মাতারা সাধারণ ক্রেতাদের ওপর চাপিয়ে দিয়েছে। আসলে এই বৈশিষ্ট্যটির কোনও ব্যবহারিক প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন না। তিনি এছাড়াও বলেছেন যে, প্রতিটি ফোল্ডেবল স্মার্টফোন কোনও অনন্যতার ছাপ রেখে যায় না। তার মতে কিছু নির্মাতা এটি তৈরি করছেন ঠিকই, তবে এগুলির নির্মাণ পদ্ধতির ওপর লক্ষ্য করলে দেখা যাবে যে প্রতিটি ব্র্যান্ড প্রায় একই রকম পদ্ধতি অনুসরণ করে। যদি ফোনের লোগোটি না দেখানো হয়, তাহলে অনেকের পক্ষেই সেটি কোন ব্র্যান্ডের বলা মুশকিল হবে।
কার্যত, এই বিবৃতিগুলি কার্ল পেই ফোল্ডেবল সম্পর্কে কী ভাবেন তা স্পষ্ট করে দেয়, তবে অবশ্যই এটি অনেকের ভ্রু কুঞ্চনের কারণও হবে। এমন অনেকেই আছেন যারা নাথিংয়ের স্মার্টফোনে গ্লাইফ ইন্টারফেসকে একটি কৌশল হিসেবে দেখেন। এমনকি যদি Nothing Phone (1) এবং Nothing Phone (2)-এর মধ্যে তুলনা করা হয়, তাহলে দুটি ডিভাইসের ডিজাইনে তেমন কোনও পরিবর্তন পরিলক্ষিত হয় না। এই বিতর্কে যে পক্ষের পাল্লাই ভারী থাকুক না কেন, একটি বিষয় নিশ্চিত যে অদূর ভবিষ্যতে নাথিং কোনও ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করছে না।
নাথিং-এর লেটেস্ট স্মার্টফোন হল Nothing Phone (2), যেটি গতকালই বাজারে পা রেখেছে। এটি ট্রু-ফ্ল্যাগশিপ ডিভাইস, কারণ কোম্পানিটি এর জন্য Qualcomm Snapdragon 8+ Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরটি বেছে নিয়েছে। এছাড়াও এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র্যাম, সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ এবং ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷
উল্লেখ্য, নাথিং আগামী মাসে বেঙ্গালুরুতে তাদের প্রথম এক্সক্লুসিভ সার্ভিস সেন্টারটি খুলবে বলে ঘোষণা করেছে। চলতি মাসের শেষের দিকে কোম্পানির সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩০ থেকে ৩০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যা ভারতের ১৯,০০০ টিরও বেশি পিন কোডের গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবে৷