Nothing OS 3.0: নার্থিং ফোনে এবার AI ফিচার সহ বিশেষ সুবিধা, বড় ঘোষণা সংস্থার সিইও-র

Nothing গতকাল ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ করেছে Nothing Ear (Open) ইয়ারবাডস। এতে একাধিক অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। ইয়ারবাডসটির লঞ্চ ইভেন্ট সংস্থার তরফে নিশ্চিত করা…

Nothing Os 3 0 To Come With Ai Features And New Widget Carl Pei Confirmed In Youtube

Nothing গতকাল ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ করেছে Nothing Ear (Open) ইয়ারবাডস। এতে একাধিক অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। ইয়ারবাডসটির লঞ্চ ইভেন্ট সংস্থার তরফে নিশ্চিত করা হয় যে তাদের নতুন অপারেটিং সিস্টেম Nothing OS 3.0 এখন ডেভেলপমেন্টের পর্যায়ে আছে এবং এতে AI ফিচার যুক্ত করার কাজ চলছে।

আজ আবার নার্থিং এর ফাউন্ডার কার্ল পাই ও সফটওয়্যার প্রোডাক্ট ডিজাইনের হেড, উরি লেভিন ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসেছিলেন। সেখানে তারা Nothing OS 3.0 এর বিভিন্ন ফিচার নিয়ে কথা বলেছেন। আসুন আপকামিং এই অপারেটিং সিস্টেমে কি কি ফিচার থাকতে পারে দেখে নেওয়া যাক।

Nothing OS 3.0 কী কী নতুন ফিচার অফার করবে

বলার অপেক্ষা রাখে না যে, নার্থিং ওএস ৩.০ অপারেটিং সিস্টেমে নতুন ইউআই সহ ওয়ালপেপার দেখা যাবে। আবার ‘নার্থিং গ্যালারি’ অ্যাপ নতুন ডিজাইন সহ আসবে। এখানে প্রয়োজনীয় অ্যাপ পিন করে রাখা যাবে। অর্থাৎ আপনাকে কোনো অ্যাপ খুঁজতে হলে আর স্ক্রল করতে হবে না।

আবার নার্থিং ওএস ৩.০ অপারেটিং সিস্টেমে এআই ফিচার থাকবে। এর স্মার্ট ড্রয়ার অ্যাপে এই এআই ফিচার দেখা যাবে। এরফলে সমস্ত অ্যাপকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। এছাড়া এই ওএস-এ নতুন উইজেট দেওয়া হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন