Nothing Own Mobile OS

গুগল অ্যান্ড্রয়েড-কে টেক্কা দিয়ে নার্থিং আনছে নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম

Nothing Own Mobile OS - সম্প্রতি সংস্থাটি নার্থিং ফোন ২এ এর স্পেশাল ভার্সন নিয়ে এসেছে। এই ডিভাইসটি সংস্থার অন্যান্য স্মার্টফোনের মত অ্যান্ড্রয়েড ভিত্তিক নার্থিং ওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।

Ankita Mondal 4 Nov 2024 11:11 AM IST

গুগলের টেনশান বাড়িয়ে এবার নিজস্ব অপারেটিং সিস্টেম আনার ভাবনায় নার্থিং (Nothing)। সম্প্রতি সংস্থাটি নার্থিং ফোন ২এ এর স্পেশাল ভার্সন নিয়ে এসেছে। এই ডিভাইসটি সংস্থার অন্যান্য স্মার্টফোনের মত অ্যান্ড্রয়েড ভিত্তিক নার্থিং ওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। তবে লঞ্চ ইভেন্টে নার্থিংয়ের সিইও কার্ল পাই জানিয়েছেন যে, তারা নিজস্ব অপারেটিং সিস্টেম আনার কথা ভাবছে। গুগলের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছে তারা। এর আগে চীনের হুয়াওয়ে তাদের নিজস্ব 'হারমনিওএস' নিয়ে এসেছিল এবং এটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

Nothing আনতে চলেছে নিজস্ব অপারেটিং সিস্টেম

কার্ল পাই বলেছেন যে, তারা এই মুহূর্তে নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম ডেভেলপ করার সুবিধাগুলি অনুসন্ধান করছে। পাশাপাশি তারা গুগল অ্যান্ড্রয়েড বাদ দিয়ে কীভাবে নার্থিং ওএস কে আরও উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা শুরু করেছে। কার্ল জানান, বিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোন এখন গুগল অ্যান্ড্রয়েড পরিচালিত। এরফলে গুগল ও অ্যালফাবেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ব্র্যান্ডগুলি এবং কিছু অন্যায্য দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে তারা।

এছাড়া গুগল অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেসে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছেন না কার্ল। যেহেতু তিনি বিশ্বাস করেন যে, হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার একটি ডিভাইসের গ্রহণযোগ্যতা অনেকখানি বাড়ায়, তাই আকর্ষণীয় ইউজার ইন্টারফেস অফার করা খুব গুরুত্বপূর্ণ। যদিও তিনি মনে করেন গত ১০-১৫ বছরের মতো আগামী ১০-১৫ বছরেও গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসে নতুনত্ব কিছু দেখা যাবে না।

উপরের কারণগুলি ছাড়াও নার্থিং চাইছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর উপর জোর দিতে। গুগল অ্যান্ড্রয়েড সেই সুযোগ খুব বেশি দিচ্ছে না। তাই কার্ল চাইছে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করে সেখানে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত করতে‌।

একই কাজ করে দেখিয়েছে হুয়াওয়ে

আমেরিকায় হুয়াওয়েকে ব্যান করায় এবং আমেরিকার সমস্ত কোম্পানিকে হুয়াওয়ের সাথে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ায়, চীনের স্মার্টফোন ব্র্যান্ডটিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সুবিধা দিতে অস্বীকার করে গুগল। এমত পরিস্থিতিতে হুয়াওয়ে অ্যান্ড্রয়েডের থেকে অনেকটাই আলাদা 'হারমনিওএস' অপারেটিং সিস্টেম নিয়ে আসে। চীনে এই ওএস ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন দেখার নার্থিং সত্যি সত্যি এই পথে হাঁটে কিনা এবং জনপ্রিয়তা পায় কিনা!

Show Full Article
Next Story