৬৫০০ টাকা ডিসকাউন্ট, ফিচারে ঠাসা Nothing Phone 1 কিনতে হুড়োহুড়ি
আপনারা যদি স্টাইলিশ লুকের সাথে আসা একটি নয়া প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই সবথেকে উপযুক্ত সময়!...আপনারা যদি স্টাইলিশ লুকের সাথে আসা একটি নয়া প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই সবথেকে উপযুক্ত সময়! কেননা ই-কমার্স সাইট Flipkart সম্প্রতি জুলাই মাসে লঞ্চ হওয়া Nothing Phone (1) মডেলটিকে ভারী ডিসকাউন্ট ও লোভনীয় অফারের সাথে তুলনায় সস্তায় বিক্রি করার ঘোষণা করেছে। যার দরুন ৩৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে আসা এই হ্যান্ডসেটকে ২৬,৩০০ টাকারও কম খরচ করে বাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা। ক্লিয়ার ব্যাক প্যানেল ও অভিনব ডিজাইন সহ আসার দরুন আলোচ্য মডেলটি লঞ্চের আগেই বিশেষভাবে নজর কেড়েছিল। আর এখন ফোনটি বাম্পার অফারের সাথে উপলব্ধ হওয়ায় যে অনেকেই হুড়োহুড়ি লাগিয়ে দেবেন Nothing -এর 'ফার্স্ট এভার' হ্যান্ডসেটটি কেনার জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না।
Flipkart -এ Nothing Phone (1) স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার
লঞ্চ পরবর্তী সময়ে নাথিং ফোন (১) -এর প্রারম্ভিক মূল্য ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছিল। কিন্তু এখন উক্ত ফোনের তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ফ্লাট ৬,৫০০ টাকার ডিসকাউন্ট দিচ্ছে। যার পর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলকে যথাক্রমে ২৭,৪৯৯ টাকা, ৩০,৪৯৯ টাকা ও ৩২,৪৯৯ টাকায় কেনা যাবে।
অন্যান্য অফারের কথা বললে, Federal ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীরা নাথিং ফোন (১) কেনার ক্ষেত্রে ১,২৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন৷ আর Punjab National ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ট্রানজ্যাকশন করলে ১০% বা ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় প্রযোজ্য থাকছে৷ ফলে ডিসকাউন্ট ও অফারের মিলিত লাভ ওঠাতে পারলে নাথিং আনীত এই হ্যান্ডসেটকে ২৬,২৪৯ টাকার প্রারম্ভিক মূল্যে পকেটস্থ করতে পারবেন আপনারা। নিচে প্রদত্ত চার্টে আপনারা ফোনটির প্রত্যেকটি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য পেয়ে যাবেন -
Nothing Phone (1) এর স্পেসিফিকেশন
ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ -এ কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। জানিয়ে রাখি, গ্লাস ডিজাইনের সাথে আসার দরুন ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। উক্ত ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ উপলব্ধ। নাথিংয়ের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। সিকিউরিটির জন্য ডিভাইসে বিদ্যমান থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি, যা মুখের আবরণের সাথেও কাজ করে।
ফটোগ্রাফির জন্য, Nothing Phone 1-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রথমটি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। আর দ্বিতীয়টি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা এফ/২.২ অ্যাপারচার, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং একটি ম্যাক্রো মোড সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।
কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone 1 ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP53 রেটিং প্রাপ্ত। প্রসঙ্গত, নাথিংয়ের তরফে জানানো হয়েছে তাদের এই স্মার্টফোনটি মোট তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে।