১০ হাজার টাকা ডিসকাউন্ট, Nothing Phone 1 বিরাট সস্তায় বিক্রি করছে Flipkart

স্মার্টফোন ব্র্যান্ড নাথিং গতবছর তাদের প্রথম ট্রান্সপারেন্ট ডিজাইনের স্মার্টফোন Nothing Phone 1 লঞ্চ করেছিল। এই ফোনের দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে। তবে এই মুহুর্তে…

স্মার্টফোন ব্র্যান্ড নাথিং গতবছর তাদের প্রথম ট্রান্সপারেন্ট ডিজাইনের স্মার্টফোন Nothing Phone 1 লঞ্চ করেছিল। এই ফোনের দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে। তবে এই মুহুর্তে ডিভাইসটি ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। এটি এখন ১০ হাজার টাকা ছাড়ে কেনা যাবে। এছাড়াও, ফোনটি কেনার ক্ষেত্রে ব্যাংক অফারও মিলবে। ই-কমার্স সাইট Flipkart ফোনটির সাথে এমন লোভনীয় ডিল দিচ্ছে।

Nothing Phone 1 এর উপর অফার

নার্থিং ফোন ১ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা, তবে ২৮ শতাংশ ছাড়ের পরে এটি এখন ফ্লিপকার্টে ২৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। প্রতি মাসে ১,৬৭২ টাকা ইএমআই দিয়ে ফোনটি কেনা যাবে।

শুধু তাই নয়, এইচএসবিসি ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক এবং ওয়ানকার্ড এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ বা ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে সাথে রয়েছে এক্সচেঞ্জ অফারও।

Nothing Phone 1 এর স্পেসিফিকেশন ও ফিচার

Nothing Phone 1 এ রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হাটর্জ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ ও ১২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন উপস্থিত।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Nothing Phone 1 ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স 766 প্রাইমারি সেন্সর সহ দুটি ক্যামেরা বর্তমান‌। এর প্রাইমারি ক্যামেরা ওআইএস এবং ইআইএস সমর্থন করে। দ্বিতীয় ক্যামেরাকি ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন 1 সেন্সর, যা আসলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ওয়্যার চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন