এক ধাক্কায় ১০ হাজার টাকা সস্তা হল Nothing Phone 1, এত কম দামে এই প্রথম কেনার সুযোগ

চলতি বছরের ১২ জুলাই লঞ্চ হয়েছিল Nothing Phone 1। ফোনটি ৩২,৯৯৯ টাকা প্রাথমিক মূল্যে এদেশে আত্মপ্রকাশ করেছিল। তবে লঞ্চের...
techgup 26 Dec 2022 1:21 PM IST

চলতি বছরের ১২ জুলাই লঞ্চ হয়েছিল Nothing Phone 1। ফোনটি ৩২,৯৯৯ টাকা প্রাথমিক মূল্যে এদেশে আত্মপ্রকাশ করেছিল। তবে লঞ্চের এক মাসের মধ্যেই ফোনটির এমআরপি প্রায় ৬,০০০ টাকা বাড়ানো হয়। এখন ফোনটির প্রাথমিক ভ্যারিয়েন্টের এমআরপি ৩৭,৯৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট Flipkart এখন এই মডেলের উপর ১০,০০০ টাকা ছাড় দিচ্ছে। যারপর Nothing Phone 1 এর বেস মডেলটি ২৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফারের ফায়দা নিতে পারবেন ক্রেতারা‌।

Nothing Phone 1 এর উপর অফার

আগেই বলেছি, নার্থিং ফোন ১-এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৭,৯৯৯ টাকা। তবে ২৬ শতাংশ ছাড় দিয়ে এখন মডেলটি ২৭,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে উপলব্ধ। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোন কিনলে পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক।

শুধু তাই নয়, ব্যাংক অফ বরোদা ক্রেডিট কার্ড এবং ফেডারেল ব্যাংক ক্রেডিট দিয়ে নার্থিং ফোন ১ কেনার সময় ১০ শতাংশ (সর্বাধিক ৩,০০০ টাকা) ছাড় দেওয়া হবে। সাথে থাকছে ১৭,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার।

Nothing Phone 1 এর স্পেসিফিকেশন ও ফিচার

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত Nothing Phone 1 ফোনে পাওয়া যাবে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর১০প্লাস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি+ প্রসেসর। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

Nothing Phone 1 এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরাটি হল ৫০-মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ সেন্সর এবং এটি OIS এবং EIS উভয় সমর্থন করে। দ্বিতীয় লেন্সটি হল ৫০-মেগাপিক্সেল স্যামসাং জেএন১ সেন্সর, যা একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। আবার এর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিংয়ের সাথে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story